Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বাজার দখলে হিরো-র নতুন ইলেকট্রিক বাইসাইকেল, এক চার্জেই ৫৫ কিমি!

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

দিনের পর দিন পেট্রল - ডিজেলের মূল্যবৃদ্ধিতে পকেটে টান পড়েছে নিম্ন মধ্যবিত্তের। এক‌ইসঙ্গে ভাড়াও বৃদ্ধি পেয়েছে অটো, বাস, ট্যাক্সির। ফলে সাধারণ মানুষের একমাত্র ভরসা হয়ে দাঁড়াচ্ছে স্টোররুমের একপ্রান্তে অযত্নে পড়ে থাকা সেই বাইসাইকেল‌-টাই। কিন্তু প্যাটেল করে দেহের অত্যাধিক ক্যালোরি ব্যয় করে কিলোমিটার এর পর কিলোমিটার কি আর পাড়ি দেওয়া যায়? তাইতো মুশকিল আসান করতে বাজার দখলে এসেছে একের পর এক ইলেকট্রনিক বাইসাইকেল। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে হিরো কোম্পানি প্রস্তুত অত্যাধুনিক ইলেকট্রনিক বাইসাইকেল গুলি। যা একবার চার্জ দিলেই দৌড়বে প্রায় ৫৫ কিলোমিটার। মূলত হিরো-র চারটি বাইসাইকেল নজর কাড়ছে ক্রেতাদের। যা বাজার দখলে টক্কর দিচ্ছে অন্যান্য সব কোম্পানিকে।
• Hero Lectro C1 : হিরো প্রস্তুত এই সাইকেল নজর কাড়ছে ভ্রমণকারীদের। যা একবার চার্জ দিলেই চলবে ৩০-৩৫ কিলোমিটার। 250W BLDC মোটর‌ওয়ালা এই সাইকেল চালকের জন্য অত্যন্ত আরামদায়ক। বাজারে যার মূল্য মাত্র ৩২,৯৯৯ টাকা। কম চার্জে বেশি সার্ভিস দেওয়ায় এই সাইকেল চালকের জন্য অত্যন্ত মূল্যবান হবে বলে মনে করছে কোম্পানি।
• Hero Lectro C5x : এই বাইসাইকেলটি তৈরি করা হয়েছে একটি বিশেষ উপাদানের দ্বারা। যা জল এবং ধুলোবালির নিরোধক রূপে কাজ করে। অর্থাৎ এই সাইকেলের উপর জল এবং ধুলোবালির কোনো প্রভাবই পড়ে না। যার কারণে এটি বাজারে আসার কিছুদিনের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া এর লিথিয়াম আয়ন বিশিষ্ট ব্যাটারির কারণে এই সাইকেলটি একবার চার্জ দিলে ৩-৪ ঘন্টা চলতে সক্ষম, যার বাজারমূল্য প্রায় ৩৮,৯৯৯ টাকা।
• Hero Lectro F1 : MTB এর একটি নতুন মডেল স্বরূপ তৈরি করা হয়েছে এই সাইকেল টিকে। যা যেকোনো প্রকার উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে সহজেই চলাচল করতে পারে। যা চালকের জন্য অত্যন্ত আরামদায়ক। এছাড়াও এই সাইকেল সর্বোচ্চ ঘন্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম। অত্যাধুনিক এই ইলেকট্রনিক সাইকেলটির মূল্য ৩৮,৯৯৯ টাকা।
• Hero Lectro F6i‌ : বাজারে জনপ্রিয় এই সাইকেলটির ব্যাটারি ১১.৬ Ah। এই সাইকেলটিতে রয়েছে একটি LED ডিসপ্লে। রয়েছে RFID-র চাবি আটকানোর ফিচার। এই সাইকেলটি এক চার্জেই ৫৫ কিমি সার্ভিস দেয়, যার বাজারমূল্য প্রায় ৫৪,৯৯৯ টাকা।
সাধারণের পক্ষে দাম কিছুটা বেশি হলেও নিদারুণ সার্ভিসের কারণে বাজারে আসার কিছুদিনের মধ্যেই এই চার সাইকেল জনপ্রিয়তা অর্জন করেছে। যদিও ইলেকট্রনিক এই বাইসাইকেলগুলি ব্যবহারের ফলে জ্বালানি বাঁচার পাশাপাশি পরিবেশের বন্ধু হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News