Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রয়াত জাতীয় রাজনীতির দ্বিতীয় 'নেতাজি' মুলায়ম সিংহ যাদব; শোকের ছায়া রাজনৈতিক মহলে

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

সপ্তাহের সূচনাতেই বিষণ্ণতার ছায়া। সোমবার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা জাতীয় রাজনীতির দ্বিতীয় 'নেতাজি' মুলায়ম সিংহ যাদব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর বিগত দু'বছর ধরেই অসুস্থ ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদব। ২ অক্টোবর, রবিবার অসুস্থতা বাড়ায় তাঁকে ভর্তি করানো হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাঁকে রাখা হয় আইসিইউ-তে। এর পর মুলায়মের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ৯ ই অক্টোবর রবিবার আচমকাই অবস্থার অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, রাতে অক্সিজেনের স্তর হঠাৎই কমে যেতে থাকে। পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হয় অক্সিজেন লেভেল। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা করা যায়নি। সোমবার সকালে মোলায়েম পুত্র অখিলেশ সাংবাদিকদের জানান সেই দুঃসংবাদ। জানান তাঁর পিতা মুলায়ম সিং যাদব আর নেই। ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় তিনি লেখেন, "দেশে জরুরি অবস্থা জারির সময়ে গণতন্ত্র রক্ষার যুদ্ধে অন্যতম প্রধান সৈনিকের দায়িত্ব পালন করেন ছিলেন মুলায়ম সিং যাদব। সাংসদ থাকাকালীনও দেশের উন্নতির জন্য তাঁর লড়াই মনে রাখবে দেশবাসী।" ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ মোট তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিং যাদব। ইউপির রাজনৈতিক মহলে তিনি পরিচিত ছিলেন 'নেতাজি' নামেই। সূত্রের খবর, আগের রবিবার‌ও নেতাজির শারীরিক অবস্থার অবনতি হয়। মুলায়ম পত্নী ডিম্পল-কে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছান অখিলেশ যাদব। হাসপাতালে পৌঁছান বেশ কয়েকজন শুভাকাঙ্খী। তারপর আবারও কিছুটা স্থিতিশীল হন দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। যদিও বৃহস্পতিবার‌ই অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় পৌঁছে যান মুলায়ম। তারপর আর অবস্থার কোনোরূপ উন্নতি হয়নি। এদিন ঠিক সকাল ৮ টা ৩০ মিনিটে চিরকালের মত বিদায় নেন জাতীয় রাজনীতির মহীরুহ মুলায়ম সিং যাদব।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রয়াণ
Related News