Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বিসিসিআই য়ের নতুন সভাপতি হতে পারেন '৮৩ সালের বিশ্বকাপ জয়ী সদস্য !

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিসিসিআই য়ের সভাপতির পদে একজন টানা ছ' বছর থাকতে পারে। তবে বিশেষ সূত্রে খবর সে পদ কে শীঘ্রই বিদায় জানাতে চলেছেন মহারাজ। আর এই ঘটনার পরেই একপ্রকার আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে পরবর্তী বিসিসিআই সভাপতি কে হবেন এ নিয়ে। প্রথমে অনেকেই মনে করেছিলেন এবারে হয়তো সভাপতি হবেন অমিত শাহ্ পুত্র জয় শাহ্ , কিন্তু সে গুজব যে সত্যি নয় এটাও প্রমাণিত হয়ে গেছে সাম্প্রতিক একটি ঘোষণায়। তিনি সচিব হিসাবে ই উপস্থিত থাকবেন তা বোর্ড সূত্রের খবর। তবে কে এগিয়ে বি সি সি আই - য়ের সভাপতি হ‌ওয়ার ক্ষেত্রে? এবারে সেখানে নাম উঠে এল ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি ' র। প্রাক্তন এই কিংবদন্তী বর্তমানে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট। আগে ওই সংস্থার নির্বাচক কমিটির সদস্য ছিলেন বিনি। কিন্তু ইতিমধ্যেই কর্ণাটকের পক্ষ থেকে জানানো হয়েছে এবার প্রতিনিধিত্ব করবেন রজার, সন্তোষ মেনন নন। এতে জল্পনা বেড়েছে।

সূত্রের খবরানুযায়ী, ১১ থেকে ১২ ই অক্টোবরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপার রয়েছে রজারের। আগামী ১৮ ই তারিখ হবে নির্বাচন ‌ । তার আগে ১৩ তারিখ হবে স্ক্রুটিনি। আর কোনো কারণে কেউ যদি মনোনয়নপত্র বাতিল করতে চান ,তবে সেক্ষেত্রে জানাতে হবে ১৪ তারিখ। বৃহস্পতিবার বোর্ডের বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হন, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলি। বৈঠক শেষে একজন ঘনিষ্ঠ বোর্ড কর্মী সাক্ষাৎকারে জানিয়েছেন যে, " একজন প্রাক্তনের বদলে আর একজন কথা বলছেন। এমন টাই চায় বিসিসিআই।" অনেকেই মনে করছেন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দেখা দিতে পারে সৌরভকে। যদিও সে বিষয়ে কোনো উপযুক্ত প্রমাণ নেই।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ক্রিকেট
Related News