Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

নিউটাউনে গড়ে উঠল ভারতের প্রথম সোলার ডোম! বিনামূল্যে ঘুরে আসতে পারেন আজ‌ই এই দর্শনীয় স্থানে।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

নিউটাউনে তৈরি হয়ে গেল ২০০০ টি সৌর প্যানেল বিশিষ্ট ভারতের প্রথম সৌর গম্বুজ । হিডকো আর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে এই দর্শনীয় ইমারত টি। 

২.৮৯ একর জমি দখলকারী এই বিশাল গম্বুজটি ৫৫ মিটার উঁচু আর ৪৬ মিটার ব্যাস বিশিষ্ট। গম্বুজটি কে দূর থেকে দেখলে কাচের বিশাল সুন্দর ইমারত বলে ভুল হতেই পারে। সৌর প্যানেল থেকেই যে ১৮০ কিলো ওয়াট উৎপন্ন হবে তা ই হবে গম্বুজের ভিতরে চলমান সমস্ত আলো, পাখা, কম্পিউটার ইত্যাদি বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির চালিকাশক্তি। গম্বুজের ভিতরে রয়েছে প্রায় আট- ন ' তলা সমান উঁচু গোলাকার গ্যালারি। ইকো পার্কে ঘুরতে আসা যে কোনো ব্যক্তিই এখানে বিনামূল্যে ঘুরতে যেতে পারে।


হিডকো আর রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা যৌথ ভাবে এই ডোম নির্মাণ করলেও এর সিংহভাগ খরচ করেছে রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থাই! সুইজারল্যান্ডের এক নামী সংস্থার পরামর্শ ও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল বলে খবর। শুধুমাত্র অপ্রচলিত শক্তির উৎস হিসাবে ই নয়, চরম দর্শনীয় স্থান হিসেবে এটি রাজ্যবাসী তথা দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এক্ষেত্রে পর্যটন ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন অনেকেই !

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News