Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

টি টোয়েন্টি বিশ্বকাপের পর শুরু হতে চলেছে ভারত বনাম সাউথ আফ্রিকার ও ডি আই সিরিজ । দেখে নেওয়া যাক খুঁটিনাটি

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

টি টোয়েন্টি সিরিজে ২-১ এ জেতার পর ভারতের পরবর্তী লক্ষ্য এখন ওয়ান ডে সিরিজ ও পকেটস্থ করা । আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যে ই ভারতীয় দল র‌ওনা হয়েছে অস্ট্রেলিয়ার উদ্দেশে। তাই সাউথ আফ্রিকার সঙ্গে ওয়ান ডে সিরিজের অধিনায়ক হিসেবে দেখা যাবে শিখর ধাওয়ান কে, অন্যদিকে সহ- অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার। 


টি টোয়েন্টি সিরিজ হারার পর সাউথ আফ্রিকা যে ওয়ানডে সিরিজ জিতে নিজের মান বাড়ানোর জন্য সচেষ্ট হবে তা আর বলার অপেক্ষা রাখে না! এক‌ইসঙ্গে পরের বছর ওয়ান ডে বিশ্বকাপ এ কোয়ালিফাই করার জন্য প্রয়োজনীয় পয়েন্ট জোগাড় করারও এ এক অসাধারণ সুযোগ প্রোটিয়াদের হাতে। ধাওয়ান বলেছেন, " বিশ্বকাপ থেকে অনেকে ছিটকে গিয়েও আত্মবিশ্বাস ধরে রাখতে পেরেছে। এটা অভাবনীয় ...."

সময় :
বৃহস্পতিবার ( ৬ ই অক্টোবর )
দুপুর ২ টো
স্থান:
লখন‌উয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম।
সম্প্রচার করা হবে :
স্টার স্পোর্টস নেটওয়ার্কে ।
এছাড়াও খেলা দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা আন্তর্জাতিক ক্রিকেট
Related News