বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, এবার নতুন আপডেট কি কি থাকছে জেনে নিন

banner

#Pravati Sangbad Digital Desk:

বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।ফের গ্রাহকদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হল WhatsApp। সম্প্রতি এই ঘোষণা করেছেন Facebook প্রধান মার্ক জাকারবার্গ। এর ফলে এবার থেকে কোন মেসেজ পাঠানোর ২৪ ঘণ্টা পরে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। 

জাকারবার্গ জানিয়েছেন এবার থেকে WhatsApp গ্রাহকরা কোন মেসেজ পাঠালে তা নিজে থেকেই ২৪ ঘণ্টা পরে ডিলিট হয়ে যাবে। ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারের মাধ্যমে চলবে এই কাজ। তবে চাইলে এই অপশন বন্ধ করে দেওয়ার সুযোগ থাকছে।


গত বছর লঞ্চের সময় প্রথম এই ফিচার নিয়ে হাজির হয়েছিল WhatsApp। তখন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার ব্যবহার করে সাত দিন পরে নিজে থেকে ডিলিট হয়ে যেত মেসেজ। এবার সেই সময়সীমা কমে ২৪ ঘণ্টা হল।


WhatsApp জানিয়েছে এবার থেকে যে কোন নতুন চ্যাট শুরু করলে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার নিয়ে থেকেই শুরু হয়ে যাবে। তবে পুরনো চ্যাটে এই নিয়ম প্রযোজ্য হবে না। পুরনো চ্যাটে এই ফিচার ব্যবহার করতে হলে তা ম্যানুয়ালি এনেবেল করতে হবে।পুরনো ব্যক্তিগত চ্যাটের সঙ্গেই গ্রুপ চ্যাটেও এই নিয়ম প্রযোজ্য হবে না বলে জানিয়েছে WhatsApp। তবে নতুন গ্রুপ তৈরির সময় সেখানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এনেবেল করার সুযোগ থাকছে।


এরপর থেকেই নিজেদের মেসেজিং মাধ্যমটিকে নানা ভাবে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এমনই একটি পদক্ষেপ হিসেবে নতুন কয়েকটি বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে এতে।সেগুলো কী কী? 


প্রোফাইল ছবি কারা দেখবেন

আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি কারা দেখবেন, তা ঠিক করতে পারেন আপনি নিজেই। তার তিনটি পদ্ধতি রয়েছে। সেগুলি হলো - কেউ দেখতে পাবেন না (নোবডি), সকলে দেখতে পাবেন (এভরিওয়ান), ফোনে যাদের নম্বর সেভ করা আছে, শুধু তারা দেখতে পাবেন (মাই কনট্যাক্টস)। এর সঙ্গে এ বার যুক্ত হচ্ছে নতুন একটি বিষয়। ফোনে যাদের নম্বর সেভ করা আছে, তাদের মধ্যে কয়েক জন বাদ দিয়ে বাকি সকলে দেখতে পাবেন ছবি (মাই কনট্যাক্টস... একসেপ্ট)।


ছবি পাঠানোর আগে টুকটাক সম্পাদনা করা যায় হোয়াটসঅ্যাপে। ফোন কিংবা কম্পিউটার-দু’জায়গা থেকেই এই কাজ করা যায়। এবার ছবির সম্পাদনাতে জুড়ে যাচ্ছে আরও নতুন কয়েকটি বিষয়।

বানানো যাবে স্টিকার।এতোদিন ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপের নিজস্ব স্টিকার বা থার্ড পার্টির তৈরি স্টিকার ব্যবহার করতে পারতেন। এবার থেকে তারা নিজেদের তৈরি করা স্টিকারও ব্যবহার করতে পারবেন এই মেসেজিং অ্যাপে।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sangita Rana

Related News