কুরসিতে বসেই জেলেনস্কি কে ফোন নব নির্বাচিত ব্রিটেন প্রেসিডেন্ট ঋষি সুনক এর

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রধানমন্ত্রীর গদিতে বসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করলেন ব্রিটেন প্রেসিডেন্ট ঋষি সুনক। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ব্রিটেন সর্বদা ইউক্রেনের পাশেই থাকবে বলে জানিয়েছেন ঋষি। ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছে, ব্রিটেনের প্রধামন্ত্রীর সিংহাসনে বসার পর ঋষি সুনক প্রথম যে বিদেশি নেতার সঙ্গে কথা বলেছেন তিনি হলেন জেলেনস্কি। এক মুখপাত্র বলেন, ''জেলেনস্কিকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন ও ব্রিটেনের সম্পর্ক বরাবরের মতো ভাল থাকবে। বস্তুত, তাঁর জমানায় দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন যে, সংহতির ক্ষেত্রে তাঁর সরকারের উপর ভরসা এবং নির্ভর করতে পারেন তিনি।''

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই চলছে রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। ইউক্রেন দখল নিতে প্রথম থেকেই মরিয়া হয়ে উঠেছিল রাশিয়া। ব্যবহার করা হয়েছিল একের পর এক মিশাইল। সম্প্রতি জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার অঞ্চল তাঁরা মুক্ত করে ফেলেছেন। খারকিভের ৯০ কিলোমিটার পূর্বে রুশ সীমান্তবর্তী শহর বারলুকও হাতছাড়া হয়েছে রাশিয়ার। এদিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হ‌ওয়ার পরেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন সুনক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ঋষির অভিযোগ, অতিমারির পরে বিশ্ব অর্থনীতিকে নতুন করে অস্থির করে তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পরেই ঋষি মন্ত্রীসভায় ঘটিয়েছেন বিরাট রদবদল। বুধবার তিনি ছাঁটাই করেছেন একাধিক পুরোনো মন্ত্রীকেও। আর তারপরে ঋষির এই ইউক্রেনের প্রতি সহানুভূতিতে অভিভূত সকলেই।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News