Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

এবার ভারতে‌র বুকেই জুরাসিক পার্ক, খোলা মাঠে ঘুড়ে বেড়াবে ডাইনোসররা

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে 'জুরাসিক ওয়ার্ল্ড' আজও অনন্য। যা সকল দর্শকদের হৃদয়ে এক আলাদাই জায়গা জুড়ে রয়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছিল 'জুরাসিক পার্ক' নামক একটি পার্কে সমস্ত প্রকারের ডায়নোসর-রা বসবাস করে, যাদেরকে দেখার জন্য প্রতিদিন পার্কে ভিড় করেন দূরদূরান্তের মানুষজন। প্রাচীনকালের সব প্রাণী এবং ডাইনোসরদের দেখে প্রত্যেকে‌ই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। হলিউডের এই সিনেমাটি দেখার পর দর্শকদের মনে সাধ জেগেছিল যদি এমন একটা পার্ক বাস্তবের মাটিতে থাকতো, তবে সময় কাটানোর পক্ষে তা হতো একেবারেই আদর্শ। আর দর্শকদের হৃদয়ের সেই আশা পূরণের উদ্দেশ্যে স্বদেশেই তৈরি হচ্ছে সেই 'জুরাসিক পার্ক'। জানা গিয়েছে, ভারতবর্ষের বুকে প্রায় ২ একর জমির উপরে তৈরি হচ্ছে এই পার্ক। লখন‌উ শহরের জনপ্রিয় এক স্থান হলো 'জ্ঞানেশ্বর মিশ্র পার্ক'। এই পার্ক থেকেই ২ একর জমি নিয়ে তৈরি করা হচ্ছে ভারতের প্রথম জুরাসিক পার্ক।
সূত্রের খবর, এই পার্কে থাকবে বিভিন্ন প্রকারের সচল ডাইনোসরেরা। এছাড়াও থাকবে প্রাচীন যুগের বিভিন্ন বিস্ময়কর প্রাণীরা। পাশাপাশি আদিম মানুষদেরও তুলে ধরা হবে এই পার্কেই। সৃষ্টি করা হবে আদিম যুগের পরিবেশ। যেখানে হাজার হাজার বছর পূর্বের প্রাণীদের জীবনযাত্রা এবং তাদের বিবর্তনকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলা হবে। জানা গিয়েছে, এই পার্কের সমস্ত প্রাণীরা কৃত্রিমভাবে নির্মিত হলেও অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তা জীবন্ত হয়ে ধরা দেবে। সূত্রের খবর, এখানকার পরিবেশটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যা নজর কাড়তে চলেছে ৮ থেকে ৮০ প্রত্যেকেরই। শিশুরা এখানে এসে প্রাচীনকালের পৃথিবী সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে চলেছে বলে মনে করছেন নির্মাণকারীরা।

ভারতের বুকে এই জুরাসিক পার্ক নির্মাণ করতে খরচের অঙ্কটা অনেকটাই। তবে এই পার্ক বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের নজর কাড়তে চলেছে বলে মনে করছেন অনেকেই। ফলে এই পার্ক পর্যটনের দিক থেকে ভারতকে অনেকটাই লাভবান করতে পারে বলে মনে করা হচ্ছে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পর্যটন জীবজগৎ
Related News