Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

4G থেকে 5G তে সিম আপগ্রেডের নামে কি আপনার কাছে আসছে একাধিক কল? ফোন কলের ওপারে চলছে দূর্নীতি কালো বাজার

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sanbad Digital Desk:

৫ জি সিম আপগ্রেড এর নামে দেশ জুড়ে চলছে বিরাট দূর্নীতি। ফোন কলের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে একাধিক গোপন তথ্য। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট‌ও। ২জি, ৩জি, ৪জি-র পরে এবার এসেছে ৫জি-র পালা। সম্প্রতি ভারতে অফিসিয়ালি ৫জি নেটওয়ার্কের উদ্বোধন সম্পন্ন হয়েছে। কোলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর সহ বেশ কিছু শহরে শুরু হয়ে গিয়েছে ৫জি-র ট্রায়াল‌ও। সূত্রের খবর, ডিসেম্বরের মধ্যেই দেশের বড় বড় শহরগুলিতে রিলায়েন্স জিও শুরু করবে ৫জি নেটওয়ার্ক। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া প্রত্যেকেই তাদের ৫জি নেটওয়ার্ক এর বিস্তার এর কাজ প্রায় শেষ করে ফেলেছে। মাস খানেকের মধ্যেই শুরু হয়ে যাবে ৫জি-র সুপার ফাস্ট নেটওয়ার্ক এর ব্যবহার‌‌ও। ইতিমধ্যেই বেশ কয়েকটি কোম্পানি তাদের ৫জি প্ল্যান এর মাসিক মূল্য নির্ধারণ করে ফেলেছে। যার কিছুটা এসেছে প্রকাশ্যে। আর সেই বিষয়টিকে হাতিয়ার করেই শুরু হয়ে গিয়েছে দূর্নীতির ভয়াবহতা। ইতিমধ্যেই ৪জি থেকে ৫জি-তে সিম আপগ্রেডিং এর নামে গ্রাহকদের ফোনে আসছে একাধিক কল। ফোন করছে ভুয়ো কাস্টমার কেয়ারের কর্মী পরিচয় দেওয়া দুষ্কৃতীরা। ৫জি নেটওয়ার্ক আপগ্রেডিং সম্বন্ধে গ্রাহককে ভুল বুঝিয়ে জেনে নেওয়া হচ্ছে তাদের একাধিক গোপন তথ্য। জেনে নেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনে আসা ওটিপি। যার মাধ্যমে সহজেই দুর্নীতির শিকার হচ্ছেন গ্রাহকরা। মিনিটের মধ্যে সাফ হয়ে যাচ্ছে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোথাও আবার আপগ্রেডিং এর নামে গ্রাহকের কাছ থেকে চাওয়া হচ্ছে বড় অঙ্কের অর্থ। টাকা পাঠানোর পরে গ্রাহক জানতে পারছেন তিনি হয়েছেন দুর্নীতির শিকার। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে জমা পড়েছে এই সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ। কোথাও আবার গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে লক্ষ লক্ষ টাকা। দেশে ৫জি নেটওয়ার্ক সম্পূর্ণরূপে চালু হওয়ার আগেই শুরু হয়ে গিয়েছে সেই সংক্রান্ত বিরাট দুর্নীতি। যা রুখতে তৎপর হয়ে উঠেছে পুলিশ-প্রসাশন থেকে সাইবার ক্রাইম অফিসাররা। জনস্বার্থে প্রকাশ করা হচ্ছে একাধিক তথ্য। গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে দুষ্কৃতীদের পাতা ফাঁদে যেন তারা কোনমতেই পা না দেন। সিম আপগ্রেডিং এর নামে কোনো কল এলে ফোনের ওপারে থাকা ব্যক্তিটির কাছে গ্রাহক যাতে কোনমতেই নিজের অ্যাকাউন্ট নাম্বার এবং ওটিপি প্রকাশ না করেন তার জন্য চলছে সচেতনতার কাজ। সব মিলিয়ে দুষ্কৃতীদের কালো চক্র কে রুখতে  মরিয়া হয়ে উঠেছে প্রশাসনিক মহল। তবে কবে দুর্নীতির এই করাল গ্রাস থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ, সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News