Flash news
    No Flash News Today..!!
Friday, May 17, 2024

বাড়ি বসেই নিজের নাম নথিভুক্ত করা যাবে, রাজ্যে চালু নতুন রেশন অ্যাপ

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার বাড়ি বসেই করা যাবে নিজের রেশন কার্ড, নতুন অ্যাপ নিয়ে আসতে চলেছে রাজ্য খাদ্য দফতর। সম্প্রতি প্রযুক্তি নির্ভর যুগে ধীরে ধীরে সবকিছুই অনলাইনের পথে হাঁটছে, করোনা তাতে আরও একটু মাত্রা লাগিয়ে দিয়েছে। দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্য সরকারও সমস্ত দফতরগুলিকে ই-গভরন্যান্স করার জন্য যাবতীয় পরিকল্পনা গ্রহণ করেছে। সেই সূত্র ধরেই রাজ্য খাদ্য দফতরের নতুন এই অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে ‘খাদ্যসাথী- আমার রেশন মোবাইল অ্যাপ’। ঘোষণা হয়েছিল পুজোর আগেই। এবার সেই ঘোষণা মতোই রাজ্যের নতুন খাদ্য অ্যাপ। যার মাধ্যমে বাড়ি বসেই নিজের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে ভুল সংশোধন এমনকি মৃত ব্যক্তির নাম মিটিয়ে দেওয়ার কাজও হবে একটা ক্লিকেই। পাশাপাশি রাজ্যের কৃষকদের জন্যও বেশ কার্যকরী হবে এই নতুন অ্যাপ। রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, রাজ্যের কোন কৃষক যদি নিজের পছন্দ মতো স্থানে ধান বিক্রি করতে চাই, তাও এই অ্যাপের মাধ্যমে করতে পারবে। শুধু তাই নয়, পছন্দ মতো স্থানের পাশাপাশি ন্যায্য দাম এবং বিক্রির সময় নির্ধারণ করা যাবে এই অ্যাপের মাধ্যমে। প্রথমে রাজ্য খাদ্য দফতরের নিজস্ব পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কৃষককে। তারপরে সেই রেজিস্ট্রেশন নম্বর খাদ্য দফরের নতুন অ্যাপের মধ্যে দিলেই সমস্ত নথি জানা যাবে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee