ক্ষুধা সূচক তালিকায় ভারতের পতন। পাকিস্তান আর বাংলাদেশের থেকেও নীচে অবস্থান!

banner

#Pravati Sangbad Digital Desk:

অবিশ্বাস্য অথচ সত্যি ! বিশ্ব খাদ্য সূচক তালিকায়, ভারত পিছিয়ে গেল আর‌ও। ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী যেখানে ভারতের অবস্থান ছিল ১০১ , এখন ২০২২ এ দাঁড়িয়ে তার স্থান হয়েছে ১০৭। মাত্র এক বছরে , ভারতের পতন হয়েছে চোখে পড়ার মতো। কিন্তু এক্ষেত্রে এমন অবনতির কারণে কী? সম্পদের অসম বন্টন কী? একদিকে কিছু মানুষ সম্পদের চূড়ায় বসে আছেন আর একদিকে কিছু মানুষ গরীব সীমার ও নীচে! রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যার ১৬.৩% মানুষ ক্ষুধা ও অপুষ্টির শিকার। ১৯.৩% শিশুর উচ্চতার অনুপাতে ওজন খুব ই কম। আর ৩৫.৫% শিশুর অপুষ্টি এমন পর্যায়ে এসেছে, যে তাদের উচ্চতা বাড়েনি। ক্ষুধা তালিকায় শীর্ষ স্থানের মধ্যে রয়েছে চিন, তুরস্ক, কুয়েতের মতো দেশগুলো। এমনকী ভারতের তুলনায় অনুন্নত বলা হয় যে সমস্ত দেশ পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের থেকে ক্ষুধা তালিকায় এগিয়ে। আইরিশ স্বেচ্ছাসেবী সংস্থা কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে র যৌথ উদ্যোগে তৈরি এ রিপোর্ট বেশ উদ্বেগজনক ভারতের জন্য। এ বিষয়ে, ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদাম্বরম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদী কে কটাক্ষ করে বলেছেন , " গত আট বছর ধরে দেশের প্রান্তিক মানুষের অবনতি হয়ে চলেছে শুধু। ' ক্ষুধা- অপুষ্টি- রোগভোগে জীর্ণ ' শিশুদের কথা কবে ভাববেন প্রধানমন্ত্রী? " গত বছর ১১৬ টি দেশ নিয়ে হয়েছিল এই সমীক্ষা। সেখানে ভারতের স্থান ছিল ১০১, এ বছর হয়েছে ১২১ টি দেশ নিয়ে, তার মধ্যে ভারতের অবস্থান ১০৭ এ। বলা বাহুল্য, এ লজ্জাজনক অবনতি! যদিও আগের বছর , এই সমীক্ষার প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয় যে, সমীক্ষায় ভুল আছে কারণ পদ্ধতিগত দিক দিয়ে, তারা ভুল করেছে । এ অভিযোগ যদিও নাকচ করে দিয়েছে জার্মান সংস্থা। তাঁদের কথা অনুযায়ী, " কোন দেশে কী পরিমাণ অপুষ্টিতে কত মানুষ ভুগছে তাই দেখা হয়েছে এখানে। তার ভিত্তিতে ফুড ব্যালেন্স শিট তৈরি করা হয়েছে। ভারত সহ বিভিন্ন দেশ সরকারি ভাবে রাষ্ট্রপুঞ্জকে যে পরিসংখ্যান সরকারি ভাবে দিয়েছে তাই এখানে ব্যবহার করা হয়েছে।'"

চারটি প্রধান বিষয়ের উপর নির্ভর করে এই তালিকা ঠিক করা হয় :
(১) অপুষ্টি
(২) দেশে পাঁচ বছরের নীচে থাকা শিশুদের কতজন অপুষ্টি তে ভুগছে
(৩) পাঁচ বছরের নীচে কতজন শিশু বয়সের তুলনায় উচ্চতায় কম
(৪) পাঁচ বছরের কতজন শিশু মারা যাচ্ছে আসন্ন গুজরাট ও হিমাচলের নির্বাচনে, এর প্রভাব পড়বে বলে মনে করেছেন অনেকে। লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে বলেছেন, " নরেন্দ্র মোদী ভালো করেই জানেন যে, দেশ ক্ষুধায় জ্বলছে, তাই তো তিনি থালা বাজাতে বলেন‌। সেই আওয়াজ যাতে ক্ষুধা য় অবসন্ন মানুষ গুলোর কান্না চাপা দিতে পারে।"

#Source: online/Digital/Social Media News   # Representative Image




#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Tags:

Related News