Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দেশীয় ৫জি প্রযুক্তি ভাগ করে নেওয়া হবে অন্যান্য দেশের সাথে জানালেন অর্থমন্ত্রী

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk::

সম্প্রতি দেশে চালু হয়েছে ৫জি নেটওয়ার্ক পরিষেবা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। প্রথম বিশ্বের দেশ যেখানে অনেকদিন আগেই ৫জি ইন্টারনেট পরিষেবা চালু করেছে, সেখানে ভারতে সবেমাত্র গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে ৫জি। গত ১লা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির প্রগতি ময়দান থেকে সূচনা করেছেন দেশের ৫জি পরিষেবার। আপাতত এয়ারটেল ভারতের বড় শহরগুলিতে ৫জি পরিষেবা চালু করেছে। অন্যদিকে গতকাল আমেরিকার জন হপকিন্স স্কুল অব অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজের পড়ুয়াদের সাথে কথা বলতে গিয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারামান বলেন, “দেশের ৫জি পরিষেবা চালুর প্রযুক্তি অন্যান্য দেশের সাথে ভাগ করে নেওয়া হবে। ভারতে ৫জি পরিষেবা চালুর ইতিহাস মানুষের জানা উচিত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে দেশে চালু হয়েছে ৫জি পরিষেবা”।


দেশে আপাতত বড় শহরগুলিতে চালু হয়েছে ৫জি পরিষেবা। তবে রিলায়েন্স এর দাবি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তারাও নিয়ে আসতে চলেছে ৫জি পরিষেবা। তাছাড়া অর্থনীতিবিদরা মনে করছেন ৫জি পরিষেবা চালু হওয়ার ফলে আগামী কিছু বছরের মধ্যেই ভারতের অর্থনীতির ভাগ্য বদলে যাবে পুরোপুরি ভাবে। এদিন অর্থমন্ত্রী আরও বলেন,”আগামী ২০২৪ সালের মধ্যে দেশের সর্বত্র চালু হবে ৫জি পরিষেবা”।


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উন্নয়ন দেশ প্রযুক্তি
Related News