বাড়ির দেওয়াল ভাঙতেই ঝড়ে পড়ল শতাধিক রুপোর কয়েন, গুপ্তধন উদ্ধারে বাসিন্দারা!

banner

#Pravati Sangbad Digital Desk:

এ যেন ঠিক রাজা-রানীদের রূপকথার কাহিনী। উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম, 'বদায়ুঁ'। পুরসভার নির্দেশে চলছিল বাড়ি ভাঙার কাজ। এমতাবস্থায় বাড়ির দেওয়ালে বুলডোজার চলতেই সশব্দে ঝড়ে পড়লো শতাধিক রুপোর কয়েন। মঙ্গলবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। সূত্রের খবর, উক্ত বাড়িটি অত্যন্ত পুরানো যা বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। ফলত বাড়ি ভাঙ্গার নির্দেশ দেয় স্থানীয় পুরসভা। ঠিক সেই মতো শুরু হয় কাজ। বহু পুরানো এই বাড়ি ভাঙতে নিয়ে আসা হয় বুলডোজার। নিয়োগ করা হয় বেশ কয়েকজন কর্মী। বুলডোজারের আঘাতে ভেঙ্গে পড়তে থাকে দেওয়ালের একাধিক চাঙড়। তারপরেই ঘটে চায় অদ্ভুত সেই ঘটনা। দেওয়াল ভাঙতে না ভাঙতেই ঝনঝন শব্দে খসে পড়ে শতাধিক রুপোর কয়েন।

সূত্রের খবর এক একটি রূপোর কয়েনের ওজন প্রায় ১০ গ্রাম। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট ১৬০ টি কয়েন। প্রতিটি কয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় ১০০০ টাকা। ঘটনা জানাজানির পরেই বাড়িটিকে ঘিরে ভিড় বাড়তে থাকে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামের বাসিন্দারা লেগে পড়েন রুপোর কয়েন উদ্ধারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুরোসভার আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, সম্পূর্ণ বাড়িটি ভাঙ্গা হলে আরো অনেক কয়েন উদ্ধার হতে পারে। যদিও রুপোর কয়েনগুলি ঠিক কোন আমলের তা এখনো স্পষ্ট নয়। জানা গিয়েছে, খুব শীঘ্রই রুপোর কয়েনগুলি পরীক্ষার উদ্দেশ্যে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। কিন্তু এই ১ লক্ষ ৬০ হাজার টাকার রুপোর কয়েনের আসল মালিক কে, সেবিষয়ে মেলেনি কোনোরূপ উত্তর।


#Source: online/Digital/Social Media News   # Representative Image



#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Related News