Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ব্যাট হাতে ভিন্টেজ ইরফান ! লেজেন্ডস্ ক্রিকেট লিগের সেমিফাইনালে ঝড় তুললেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

হার্দিক পান্ডিয়া , শার্দুল ঠাকুর, অক্সর পাটেলের আগে ভারতীয় দলে প্রকৃত অলরাউন্ডার হিসেবে যারা নিজেকে তুলে ধরেছিলেন তাদের মধ্যে একজন হলেন ইরফান পাঠান! দুর্দান্ত সুইং যেমন একদিকে ছিল তাঁর চরম অস্ত্র, অন্যদিকে দাদা ইউসুফ পাঠানের মতোই ছিলেন বিস্ফোরক তিনি ব্যাট হাতে। লেজেন্ডস ক্রিকেট লিগের সেমিফাইনালে সেই ঝলক‌ই দেখল বিশ্ববাসী। ইন্ডিয়া লেজেন্ডসের অধিনায়ক শচীন তেন্দুলকার এ দিন টসে জিতে অস্ট্রেলিয়ান লেজেন্ডস্ কে ব্যাট করতে পাঠান। অস্ট্রেলিয়ার অধিনায়ক শেন ওয়াটসন ও অ্যালেক্স ডুলান ওপেনিং জুটি হিসেবে শক্ত একটা ভিত্তি স্থাপন করেন, যার উপর নির্ভর করে বেন ডাঙ্ক ৪৬, আর ক্যামেরুন ওয়াইট ঝোড়ো ৩০ রান করেন , যার দৌলতে অস্ট্রেলিয়া ১৭১ রানে পৌঁছে যায়।‌



ইন্ডিয়ান লেজেন্ডস ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেই আশানুরূপ করে উঠতে পারেনি। মাস্টার ব্লাস্টার শচীন তেন্দুলকার ফিরে যান খুব তাড়াতাড়ি আউট হয়ে। আগের বছর অবসর নেওয়া সুরেশ রায়না ও করেন মাত্র ১১ রান। তবে অন্যদিকে ক্রিজ কামড়ে পরেছিলেন নমন ওঝা (৯০), তার সঙ্গ দেন যুবরাজ সিং (১৮), কিন্তু ইরফান পাঠান হলেন সেই মানুষটা যিনি এদিন মন জিতে নিলেন। ১২ বলে ৩৭ রান করেন তিনি ৪ টে ছক্কা আর ২ টো বাউন্ডারির মাধ্যমে। এখন মূলত ধারাভাষ্যকার হিসেবে যাকে টিভি স্ক্রিনস্ এ দেখা যায়, তিনি যে এখন‌ও কতটা ফিট দেখা গেল এ দিন। অস্ট্রেলিয়ান লেজেন্ডসদের হারিয়ে ফাইনালে ইন্ডিয়ান লেজেন্ডসরা। দেখা যাক, ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসদের বিরুদ্ধে কী ফল করে তেন্দুলকরের দল!

#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা
Related News