Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

"বাণিজ্যিক কাজে বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার"

banner

journalist Name : Sumu Sarkar

#Pravati Sangbad Digital Desk:

সকালে ঘুম থেকে ওঠার পর ও রাতে শুতে যাওয়ায় আগে পর্যন্ত হেঁসেল আমাদের নিত্যদিনের সঙ্গী। রেস্তোরার খাবার আমাদের যতই সুস্বাদু হোক না কেন বাড়ির খাবারেই আমাদের স্বাস্থ্য ভালো থাকে। গৃহস্থের হেঁশেলের জন্য বরাদ্দ রান্নার গ্যাস সিলিন্ডার (১৪.২ কেজি) বেআইনি ভাবে বাণিজ্যিক কাজে লাগানো হয় বলে বহু দিন ধরে অভিযোগ তুলছে তেল সংস্থাগুলি। মূলত হোটেল, রেস্তরা, ছোট খাবারের দোকান, অটো ইত্যাদির দিকে আঙ্গুল তোলা হচ্ছে। এই অপব্যবহার রুখতে এ বার একজন সাধারণ গ্রাহকের জন্য একটি সংযোগের ভিত্তিতে বছরে ১৫টি এবং মাসে সর্বোচ্চ ২টি ১৪.২ কেজির সিলিন্ডার দেওয়ার প্রাথমিক সীমা বেঁধে দিল কেন্দ্র।বর্তমানে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ১ হাজার ৯৯৫.৫০ টাকা। দামের এই ফারাকের জন্যই ব্যবসায়ীরা বেআইনিভাবে ঘরোয়া গ্যাস ব্যবসার কাজে ব্যবহার করছে। সেটা রুখতেই এই কড়া ব্যবস্থা। বিবৃতিতে জানানো হয়েছে, মাসে দু’টির বেশি গ্যাস আর কিনতে পারবেন না সাধারণ গ্রাহকরা। আর বছরে এই সর্বোচ্চ সীমা ১৫টি। বছরে সর্বোচ্চ ১৫টি গ্যাস সিলিন্ডার কেনা গেলেও ভরতুকি পাওয়া যাবে সর্বোচ্চ ১২টিতে।  নিউক্লিয়ার পরিবারের সাথে এখনো অনেক এক্কান্নবর্তি পরিবারও আছে আমাদের রাজ্যে। যৌথ পরিবারগুলোতে এর ফলে সমস্যা হতে পারে বলে একটা আশংকা দেখা যাচ্ছে কিন্তু কেন্দ্রের মতে ১৫ টির বেশি গ্যাস সিলিন্ডার কোথাও লাগবে না বলে ধারণা


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বাণিজ্য
Related News