ক্যাম্পা কোলা’ বাজারে আনতেই দাম কমল Coke-র

banner

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে এশিয়ার সবচেয়ে ধনী ব্যাক্তি হলেন ভারতীয় ব্যাবসায়ী মুকেশ আম্বানি। যিনি রিলাইয়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। মুকেশ আম্বানি অনন্য ব্যাবসা পরিচালনার জন্য পরিচিত। তিনি যে ব্যাবসা প্রবেশ করেন সেই ব্যাবসায় একাধিপত্য স্থাপন করেন। কয়েক বছর আগে টেলিকম সেক্টরে প্রবেশ করেও তাই করেছিলেন। সম্প্রতি নয়া অবতারে ৫০ বছরের পুরনো 'ক্যাম্পা কোলা'-কে ফিরিয়ে এনেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। যে সংস্থা নিত্যপণ্যের বাজারে আদানি, আইটিসি এবং ইউনিলিভারের মতো কোম্পানির সঙ্গে টক্কর দিতে চাইছে। সেইসঙ্গে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, নস্ট্যালজিয়াকে হাতিয়ার করে নয়া অবতারের 'ক্যাম্পা কোলা'-কে ফের ভারতের 'বাদশা' করে তুলতে চাইছে মুকেশ আম্বানির সংস্থা।
 
জানিয়ে রাখি যে, গত বছর মুকেশ আম্বানি ২২ কোটি টাকার বিনিময়ে 'পিওর ড্রিঙ্কস' সংস্থার থেকে ক্যাম্প কোলা ব্রান্ডটি কিনে নিয়েছে। এবার এই ক্যাম্পা কোলা বাজারে আসতে চলেছে। নতুন বোতলে নতুন লেভেলের সঙ্গে পুরানো স্বাদ ফিরে পাবেন মানুষ। কোলা ও লেবুর স্বাদে পাওয়া যাবে এই ড্রিঙ্ক। আর ক্যাম্পা কোলা বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম কমেছে অন্যান সংস্থার পানীয়গুলির। মুকেশ আম্বানির ক্যাম্পা কোলার সঙ্গে প্রতিযোগিতা দিতে বিভিন্ন পানীয় সংস্থা তাদের পানীয় বোতলের দাম কমিয়েছে। ইতিমধ্যে দেশে গরম পড়তে শুরু করেছে। এই অবস্থায় ঠান্ডা পানীয়র ব্যাবহার অনেকটা বাড়বে। আর ঠিক এই সময় বাজারে প্রবেশ করেছে ক্যাম্পা কোলা। তাই এর সঙ্গে প্রতিযোগিতা দিতে বিখ্যাত সংস্থা কোকা-কোলা ২০০এমএল বোতলে ৫টাকা দাম কমিয়েছে। এবার ক্যাম্পা কোলা বাজারে এনেছে রিলায়েন্স। আম্বানির সংস্থার তরফে জানানো হয়েছে, ক্যাম্পা কোলার সেই পুরনো স্লোগান 'দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট' ব্যবহার করা হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags: