বাংলাদেশে চালের মজুদ গুরুতরভাবে কমে যাওয়ার পর, সরকার ভারতের কাছে ৫০,০০০ টন চাল ছাড়ের মূল্যে দেয়ার জন্য অনুরোধ করেছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রতি কেজি চালের ক্রয়মূল্য ধরা হয়েছে ৫৪ টাকা ৮০ পয়সা। সোমবার ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী বাংলাদেশে গিয়েছেন। তাকে বাংলাদেশ সরকার জানায়, দেশে চালের সরবরাহ সংকট তৈরি হওয়ায় এবং খাদ্য মূল্যবৃদ্ধির কারণে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি মোকাবিলায় ভারতের সাহায্য প্রয়োজন। বৈঠক সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সম্প্রতি ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপড়েনের প্রভাব যে বাণিজ্যের উপর পড়েনি, রবিবারের ঘটনা সে দিকেই ইঙ্গিত করছে।
#Source: online/Digital/Social Media News # Representative Image