"ট্রেনই একমাত্র ভরসা নয়, উত্তরবঙ্গে ভ্রমণের উদ্দ্যেসে বাড়তি বাস চালাবে এনবিএসটিসি"

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রায় আড়াই বছর ধরে কোভিড-এর কারণে ব্যতিব্যস্ত হয়েছে সারা বিশ্ব। এই কারণে যানচলাচল অর্থাৎ বিমান, ট্রেন, বাস প্রভৃতি বন্ধ থাকায় ভ্রমণের উদ্দ্যেসে যেতে পারে কেউই। কিন্তু এবার কোভিড পরিস্থিতি কাটিয়ে দুর্গাপূজায় মাতোয়ারা বঙ্গবাসী। সেই জন্য পুজোর ছুটিতে উত্তরবঙ্গে বিভিন্ন পর্যটক কেন্দ্রে ভিড় উপচে পড়বে পর্যটকদের। যাত্রীদের কথা মাথায় রেখে পুজোয় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেন পূর্ব রেল। কিন্তু তাতেও পরিস্থিতি সামলানো যায়নি, ট্রেনের টিকিট পাননি অনেকেই। অনেকে টিকিট পেলেও ওয়েটিং লিস্ট-এ, কনফার্ম হওয়ার সম্ভবনা কম। তাই পুজোর সময় পর্যটকদের উত্তরবঙ্গে পৌঁছে দিতে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ পরিবহণ সংস্থা। এজন্য বিভিন্ন জেলার ডিপো থেকে অতিরিক্ত বাস কলকাতায় তুলে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, চাইলে পর্যটকের দল গোটা বাস আগে থেকেই বুকিং করতে পারবে। পরিবহণ সংস্থার এই সিদ্ধান্তে নিশ্চিন্তে ছুটি কাটাতে পাহাড় কিংবা ডুয়ার্সে যাওয়ার ব্যাপারে আশার আলো দেখছেন ভ্রমণ যাত্রীরা। উত্তরবঙ্গ পরিবহণ সংস্থার বহরমপুর ডিভিশনের ম্যানেজার দেবরাজ রায় বলেন, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ফরাক্কা, চাঁচল, রানাঘাট প্রভৃতি ডিপোর অতিরিক্ত বাস কলকাতায় পাঠানোর কথা বলা হয়েছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর কলকাতা ডিপো থেকে উত্তরবঙ্গের উদ্দেশে বাসগুলি চলাচল করবে। মূলত পুজোর দিনগুলিতে যাত্রীদের চাপ সামলানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sumu Sarkar

Related News