Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

যুগের অবসান ---- বাইশ গজে আর দেখা যাবে না চাকদা এক্সপ্রেস‌কে

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad digital Desk:

শনিবার যেন শেষ হল এক রঙিন অধ্যায়, এক রূপকথার গল্প। ভারতীয় মহিলা দলের এক কিংবদন্তি মিতালি রাজ পূর্বেই বিদায় জানিয়েছেন, এদিন ওয়ান ডে ফর্ম্যাটে ২০৪ টি ম্যাচ খেলে ২৫৫ টি উইকেট দখলকারী ঝুলন অবসর নিলেন। বহুদিন ধরেই তিনি অবসর নেওয়ার কথা ভাবলেও, চোটের কারণে তা পেরে উঠতে পারছিলেন না। শ্রীলঙ্কা সফরে তিনি দলে থাকতে পারেননি। তাই ইংল্যান্ড সফরে তাঁর নাম দলে থাকার পর‌ই তিনি ঘোষণা করেন, ওয়ান্ডে ফর্ম্যাটে এটাই তাঁর অন্তিম ম্যাচ হতে চলেছে। ভারতীয় অধিনায়ক হরমণপ্রীত - কে এ- বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , " হ্যাঁ এটা সত্যি। আমরা তাঁকে মিস করব। " , এই সিরিজে ভারতের পারফরম্যান্স ছিল নজরকাড়া, হয়তো ঝুলনের মতো কিংবদন্তি ' কে উপহার দেওয়ার জন্য‌ই , ভারতীয় দল তাদের সবচেয়ে ভালো পারফরমেন্স টি তুলে ধরে এই সিরিজে। হরমণপ্রীতের সেঞ্চুরি, রেণুকা ঠাকুরের অসাধারণ পারফরম্যান্স - এর মাঝে কোথাও না কোথাও ঝুলন ই থেকে গিয়েছেন লাইমলাইটে। শনিবার ম্যাচে 'চাকদা এক্সপ্রেস ' অধিকার করেছেন দু'টি উইকেট।  ম্যাচের টসের জন্য ও হরমণ সম্মাণ জানিয়ে ঝুলন কে টসের জন্য পাঠান। ঝুলনের প্রতি সম্মান ও ভালোবাসা তাঁর মধ্যে মধ্যে সহজেই পরিলক্ষিত হয়। শনিবারের লো -স্কোরিং এও ব্যতিক্রমী ছিলেন স্ম‌‌ৃতি মন্দানা। তিনি করেন অর্ধ শতরান। যোগ্য সঙ্গ দেন দীপ্তি। তিনি ৬৮ রানে অপরাজিত থাকেন।  ৪৫ ওভার ৪ বলে ১৬৯ রান করতে পারে ভারত। উত্তরে ইংল্যান্ড দল অংশ আউট হয় ১৫৩ রানে। এ যেন এক পারফেক্ট ট্রিবিউট দলের অন্যতম প্রিয় সদস্যার জন্য, যিনি প্রাক্তন হতে চলেছেন। হ্যাঁ, তিনি সত্যিই সবার প্রিয়! দলের জুনিয়র দের গাইড, ভালোবাসার জায়গা। এমন মানুষের প্রস্থানে কেঁদে ফেলা অস্বাভাবিক নয় একেবারেই। ম্যাচ শেষে কেঁদে ফেললেন হরমণ। অন্যান্যরা তাঁকে কাঁধে করে সারা মাঠে আবর্তন করালো। কত মহিলার ইনস্পিরেশন, কত মানুষের ক্রিকেটার  হওয়ার অনুপ্রেরণা তো এভাবেই ফেয়ার‌ওয়েল পাওয়ার যোগ্যতা রাখেন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব খেলা ক্রিকেট
Related News