অস্কারের জন্য মনোনীত হল না আর. আর. আর ! আশাহত ভারতব্যাপী ফ্যানেরা ।

banner

#Pravati Sangbad Digital Desk:

এ- বছরের ভারতীয় সিনেমার একটি অন্যতম চমক হল আর. আর. আর। ভারতীয় ফিল্ম মার্কেট ছাড়া ও সারা বিশ্বের বাজারে ঝড় তুলে দিয়েছে এই ফিল্ম। অনেকের মতে আর. আর. আর হতে পারত ভারতবর্ষের প্রথম অস্কারজয়ী ফিল্ম, কিন্তু ভারতীয়  ফিল্ম ফেডারেশন আর . আর. আর এর জনপ্রিয়তা কে একপ্রকার উপেক্ষা করে ই অস্কারের জন্য পাঠাচ্ছে ' চেলো শো' বা ' দ্য লাস্ট ফিল্ম শো' কে। তবে এ- প্রথমবার নয়, আগেও বহুবার এমন অনেক ফিল্মকেই অস্কারের জন্য পাঠানো হয়নি যারা ডিসার্ভ করত :

১) রোজা (১৯৯২): প্যারালাল সিনেমার একজন পথিকৃৎ পরিচালক মনি রত্নম - এর অন্যতম একটি সৃষ্টির মধ্যে একটি সৃষ্টি হল রোজা।  কিন্তু সে বছর সেটাকে উপেক্ষা করে অস্কারের জন্য পাঠানো হয় ' থেভার মগন' কে !২) সত্যা ( ১৯৯৮) : রাম গোপাল ভার্মা র পরিচালনার ফিল্ম সত্যা বলিউড ফিল্মের ক্ষেত্রে এক গেম চেঞ্জার । ডিরেকশন থেকে শুরু করে অন্যান্য নানা দিকে এই ফিল্ম ছিল অন্য শৈলীর। মনোজ বাজপাইয়ের অভিনয় ছিল নজরকাড়া! সে বছর অস্কারের জন্য পাঠানো হয় ' জিনস' কে।৩) স্বদেশ (২০০৪) : 'স্বদেশ' এর ডিরেক্টর আশুতোষ গোয়ারিকরের এই ফিল্মটি ভারতবর্ষের সর্বকালের সেরা ফিল্ম গুলির মধ্যে একটা। গল্পটি একজন নাসা ( NASA) - র ডিরেক্টর মোহন ভার্গব কে নিয়ে তৈরি, যে বহুবছর পর নিজের দেশে তথা গ্রামে ফিরে নিজের গ্রামের সমস্যা দূর করতে সচেষ্ট হয়। সে বছর অস্কারের জন্য। পাঠানো হয় : ' দ্য ব্রিথ ' কে। এরকম আরও কিছু জনপ্রিয় ও নজরকাড়া ফিল্মস যা শুধুমাত্র ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জন্য অস্কারের মঞ্চে যেতে পারেনি : ইকবাল (২০০৫) ; বজরঙ্গী ভাইজান ( ২০১৫), দঙ্গল (২০১৬), অন্ধাধুন (২০১৮),  পান সিং তোমার ( ২০১২), উডান (২০১০), তুম্বাড (২০১৮) ইত্যাদি তাই শেষে এই প্রশ্নটা থেকেই যায় প্রতিবছর এত অসাধারণ ফিল্ম তৈরি হ‌ওয়া সত্বেও কোনো ফিল্ম ই এখনও পর্যন্ত অস্কার পায়নি। এর পিছনে কি কোথাও না কোথাও গিয়ে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভুল সিদ্ধান্ত দায়ী?


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi

Related News