বিজেপি বিরোধী জোট করতে ডাক নীতিশ কুমারের, আজ দিল্লি সফরে যাচ্ছেন

banner

#Pravati Sangbad Digital Desk:

‘বিহার দেখেছে, এবার গোটা দেশ দেখবে’, ঠিক এই পোস্টারেই ছেয়ে গিয়েছে বিহারের রাজধানী পাটনা। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সমর্থনে এই পোস্টার। সম্প্রতি রাজনীতির আঙিনায় রদবদল দেখেছে বিহার। বিজেপির হাত থেকে আরজেডি- র হাত ধরেছে নীতিশ কুমার। গঠিত হয়েছে নতুন মন্ত্রীসভা। এবার কেন্দ্রের বিজেপি সরকারকে সরানোর লক্ষ্যেই অনড় নীতিশ কুমার। তিনি বলেছেন, “ দেশের সমস্ত বিরোধী দলগুলিকে এক হতে হবে। তাহলেই বিজেপিকে হারানো সম্ভব”। ২০২৪ সালে লোকসভা নির্বাচন, তার আগে সমস্ত বিজেপি বিরোধী শক্তি এক করতে চাই নীতিশ কুমার।
সূত্রের খবর, দুদিনের দিল্লি সফরে যাবেন তিনি। সেখানে সমস্ত বিরোধী দলগুলির সাথে বৈঠক করবেন তিনি। যদিও সোনিয়া গান্ধীর সাথে তাঁর সাক্ষাৎ হবে না, কারণ বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তিনি আরও বলেছেন, দেশের স্বার্থে পারস্পরিক ভেদাভেদ ভুলে বিজেপির বিরুদ্ধে মাঠে নামতে হবে। সেক্ষেত্রে অনেকেই বলছেন, নীতিশ কুমার হয়তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিতে চাইবেন তার সহযোদ্ধা হিসাবে। কারণ ২০২০ সালের লোকসভা নির্বাচনের পরে তিনিই এখন নরেন্দ্র মোদীর বিপক্ষে প্রধান মুখ। গত লোকসভা নির্বাচনের আগে বারবার দিল্লির হেভিওয়েট নেতৃত্ব বাংলায় ছুটে এসেছে কিন্তু তাতেও ভরাডুবি হয়েছে বাংলার মাটিতে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে একছাতার তলায় আনা খুব একটা সহজ হবে না নীতিশ কুমারের পক্ষে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News