চুলের যত্ন নিতে হেনার উপকারিতা

banner

#Pravati Sangbad Digital Desk:

আমরা অনেকেই নিয়মিত ত্বকের যত্ন নিই।তবে সেভাবে চুলের যত্নে নজর দিই না। এদিকে কেশ বিশেষজ্ঞদের মতে,প্রতিদিন শ্যাম্পু করা মানেই চুলের যত্ন নেওয়া নয় কিন্তু এই চুল ঠিক রাখতে অনেকে সিরামও ব্যবহার করে থাকেন। তবে তাতে সাময়িকভাবে চুল ভাল থাকে।সেক্ষেত্রে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায়স্বরূপ  বিশেষজ্ঞেরা বলছেন, চুল ভালো রাখতে সপ্তাহে অন্তত একদিন হেনা করা উচিত। 
এক নজরে দেখে নিন কেন চুলের যত্নে হেনাকেই উল্লেখ করেছেন-
■ চুলের গোড়া মজবুত রাখতে :-
বর্তমানে চুলের সমস্যা নিয়ে ভুক্তভোগী প্রায় সকলেই।কারণ চুলের প্রয়োজনীয় পুষ্টি হ্রাস পেলেই এই সমস্যা দেখা দেয়।ফলে চুলের গোড়া মজবুতের দিকে নজর রাখা প্রয়োজন।এ ক্ষেত্রে হেনা কার্যকরী ভূমিকা পালন করে।তাই সপ্তাহে অন্তত একদিন হেনা করলে চুলের পুষ্টি ফিরে আসার পাশাপাশি চুল হবে ভিতর থেকে মজবুত ও শক্তিশালী।
■ খুশকি প্রতিরোধ করতে :-
অতিরিক্ত চুল পড়ে যাওয়ার অন্য একটি কারণ হল খুশকি।এমনকি এর জন্য কম বেশি অনেকেই বিভিন্ন ধরনের প্রসাধনী সহ ‘অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু’ও ব্যবহার করে থাকেন।তবে এই খুশকিতে অন্যতম একটি সমাধান হল হেনা।১৫ দিনে অন্তত দু’বার করে হেনা করলে খুশকির সমস্যা হ্রাস পেতে পারে।
■ প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে :-
রোজের ধুলো-দূষণে চুলের রুক্ষতা থেকে বাজারচলতি বিভিন্ন প্রসাধনীর ব্যবহার করলেও তাতে প্রাথমিকভাবে সমাধান হলেও, তা দীর্ঘস্থায়ী হয় না।সেক্ষেত্রে কেশ বিশেষজ্ঞরা চুল সুন্দর ও কোমল রাখতে হেনা করার পরামর্শ দেন।ফলে এতে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Riya Some

Related News