কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য সুখবর, পুজোর আগেই বৃদ্ধি পেতে পারে মহার্ঘ ভাতা

banner

#Pravati Sangbad Digital Desk:

কেন্দ্র সরকারের কর্মীদের জন্য সুখবর। দুর্গা পুজোর আগেই বৃদ্ধি পেতে পারে মহার্ঘ ভাতা। কেন্দ্র সরকার প্রতি বছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কর্মীদের জন্য। কিন্তু চলতি বছরে মাত্র একবারই বৃদ্ধি পেয়েছে ডিএ। সূত্রের খবর খুব তাড়াতাড়ি মিলবে বকেয়া মহার্ঘ ভাতা। প্রসঙ্গত, গত ২০২০ সালের পর থেকে করোনা মহামারির কারণে বৃদ্ধি পায়নি কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। বর্তমানে করোনা প্রকোপ অনেকটাই কমে গিয়েছে তাই আবারও কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পথে কেন্দ্র। কেন্দ্র সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তিতে কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। AICPI সূচক বলছে আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে প্রাইস ইনডেক্স। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। নতুন করে আবার তা বাড়তে পারে ৪ শতাংশের মতো। অর্থাৎ মহার্ঘ ভাতা পৌঁছবে ৩৮ শতাংশের ঘরে। অন্যান্য সমস্ত রাজ্য সরকারের কর্মীদের থেকে বরাবরই অনেকটাই বেশি ডিএ পান কেন্দ্রের কর্মীরা। ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে ফারাকটা অনেকটাই বাড়বে বলে দাবি করেছেন অনেকেই। উল্লেখ্য, এ রাজ্যের কর্মীরা মহার্ঘ ভাতা পান ৩১ শতাংশের কাছাকাছি। গত মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু তিন মাস কেটে গেলেও ভ্রুক্ষেপ নেই রাজ্য সরকারের। আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দাখিল হয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News