ফ্রি-তে আধার কার্ড আপডেট করবেন কিভাবে জেনে নিন

banner

#Pravati Sangbad Digital Desk:

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ড ইস্যু করে। UIDAI-এর তরফে আধার কার্ড আপডেট করতে বলা হয়। অনেকেই ১০ বছর আগে আধার কার্ড তৈরি করেছিলেন এবং তারপর এটি আপডেট করা হয়নি। ফলে অনেকেই উদ্বেগে রয়েছেন। তবে আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক নয়। কিন্তু, প্রয়োজনীয় আপডেট না করা থাকলে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ দিন রাখা হয়েছিল 14 ডিসেম্বর। কিন্তু, সম্প্রতি সেই সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আগামী বছরের মার্চ পর্যন্ত ফ্রি-তে আপডেট করা যাবে আধার কার্ড। নির্ধারিত তারিখে পেরিয়ে গেলে দিতে হবে টাকা। কী ভাবে করবেন? পদ্ধতি জেনে নিন।


আধার কার্ড বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্ত সেই সমস্ত লোকেদের কাজে আসতে পারে, যারা গত 10 বছরে তাদের আধার কার্ড আপডেট করেননি। সরকার এই সুবিধা এখন মার্চ 2024 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এখন 3 মাস বাড়িয়ে 14 মার্চ 2024 করা হয়েছে। ব্যবহারকারীরা এখন মার্চ মাস পর্যন্ত আধার কার্ডে এড্রেস প্রুফ বিনামূল্যে আপডেট করাতে পারেন। এছাড়া নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ছবি এবং বায়োমেট্রিক বিবরণও আপডেট করা যেতে পারে। আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেলে এবং কখনও আপডেট করা না হলে, ডেমোগ্রাফিক তথ্য আপডেট করতে হবে। ডেমোগ্রাফিক তথ্য যেমন - নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি। এই কাজ অনলাইন অথবা নিকটবর্তী আধার সেন্টারে গিয়েও করতে পারবেন।


১) প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এ যান। ২) লগ-ইন করুন এবং আপনার বিবরণ যাচাই করুন যেমন নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং ঠিকানা আপডেট। ৩) এরপর ‘আপডেট আধার অনলাইন’-এ ক্লিক করুন। ৪) ঠিকানা প্রমাণের স্ক্যান কপি জমা দিন। ৫) এরপর অনলাইনে ৫০ টাকা জমা দিতে হবে, তবে বিনামূল্যে আধার আপডেটের সময় ১৪ মার্চ, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। ৬) এবার একটি ‘পরিষেবা অনুরোধ নম্বর’ তৈরি হবে। আপনি পরে এটির স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। 

ফ্রি-তে আধার আপডেট করতে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে

এবার একটি OTP আসবে নথিভুক্ত / রেজিস্টার মোবাইল নম্বরে 

তারপর ‘ডকুমেন্ট আপডেট’ অপশনে ক্লিক করে সব প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে

এর জন্য ঠিকানা ও পরিচয় পত্রের প্রমাণ জমা দিতে হবে।


কী ভাবে ঠিকানা আপডেট করবেন?

প্রথমে আধার সেলফ-সার্ভিস আপডেট পোর্টালে ভিজিট করতে হবে,

তারপর প্রসিড টু আপডেট অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে

আধার নম্বর দিয়ে লগ ইন করে, OTP দিতে হবে


এবার আপডেট অ্যাড্রেস অপশনে ক্লিক করে নতুন ঠিকানা দিতে হবে

এই ঠিকানার স্বপক্ষে প্রমাণ জমা দিতে হবে

পোর্টালে সেই নথির স্ক্যান কপি আপলোড করে সাবমিট অপশনে ট্যাপ করতে হবে

ক্লিক করেই আবেদন গ্রহণ করবে কর্তৃপক্ষ এবং 14 ডিজিটের একটি আপডেট রিকোয়েস্ট নম্বর তৈরি হয়ে যাবে

এই সম্পূর্ণ ফ্রি-তে করতে পারবেন 14 মার্চ 2024 পর্যন্ত, যা আগে 14 ডিসেম্বর 2023 রাখা হয়েছিল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News