মুখ্যমন্ত্রীকে বিজয়ার মিষ্টি-সহ শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস

banner

#Pravati Sangbad Digital Desk:

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের কয়েকজন মন্ত্রী ও আইপিএসদের বিজয়ার মিষ্টি-সহ শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্য সরকারের পাশাপাশি সেরা পুজোকে ‘দুর্গারত্ন’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যপাল। দশমীর রাতে সেই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হল রাজভবনের পক্ষ থেকে। রাজভবনের তরফে পুরস্কৃত করা হবে চারটি পুজোকে।

 দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিবছর শিল্প, ভাবনা, মণ্ডপ সজ্জা, প্রতিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পুরস্কার দেওয়া হয় ক্লাব ও পুজো কমিটিগুলিকে সেগুলির মধ্যে  এবার অন্যতম সেরা পুরস্কার হল বাংলার রাজ্যপালের দ্বারা পুরস্কৃত দুর্গারত্ন পুরষ্কার।


 তালিকায় প্রথমে টালা প্রত্যয় মণ্ডপ আলো ও ছায়ার সৃজনশীল ব্যবহারের জন্য স্বীকৃত হয়েছে। আবার নেতাজি কলোনি মণ্ডপটি তার উদ্ভাবনী থিমের জন্য পুরস্কৃত হয়েছে। একইভাবে কল্যাণী আইটিআই জাঁকজমক শিল্প ভাবনা এবং অপূর্ব দৃশ্যরচনার জন্য স্বীকৃত হয়েছে। বরানগরের বন্ধুদল স্পোর্টিং ক্লাব তার পরিবেশ সচেতনতার জন্য স্বীকৃত হয়েছে। টালা প্রত্যয়কে রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যপালও ১ম পুরস্কারে পুরস্কৃত করেছে।  

এ’বছর পুজো কার্নিভ্যালে (Durga Puja Carnival 2023) অংশ নিতে চলেছে একশোটিরও বেশি পুজো।


জানা গিয়েছে, প্রতিটি পুজো কমিটিকে প্রদর্শনীর জন্য দু’মিনিট করে সময় দেওয়া হবে। রেড রোডে কার্নিভ্যালের সাক্ষী থাকার জন্য মোট ১৮ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে কার্নিভ্যালের উদ্বোধন হবে বলে খবর। গত বছরই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। তাই গতবারের মতো এবারও আমন্ত্রণ জানানো হয়েছে ইউনেস্কোর প্রতিনিধিদের।

রেড রোডে পুজো কার্নিভ্যালে একশোটিরও বেশি পুজো..

এখন দেখার দুর্গাপুজো কার্নিভ্যালে কে কতটা কাছে থাকে ! 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News