Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বাজারে এলো Redmi 10A Sport, 10,999 টাকার মধ্যে রয়েছে অত্যাধুনিক সমস্ত ফিচার

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রেডমি প্রেমীদের জন্য সুখবর, গতকালই ভারতের বাজারে মুক্তি পেয়েছে স্মার্ট ফোন প্রস্তুতকারী এই সংস্থার নতুন ফোন Redmi 10A Sport। আপাতত ভারতীয় স্মার্ট ফোনের বাজারে শুধুমাত্র একটি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ রয়েছে সংস্থা, যার দাম রাখা হয়েছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা। কম বাজেটের মধ্যে অত্যন্ত ফিচারবহুল এই স্মার্ট ফোন। Redmi 10A Sport এর মধ্যে রয়েচেহ ৬.৫৩ ইঞ্চির এইচডি এলসিডি স্ক্রিন, সেই সাথে মিডিয়াটেক প্রসেসার। স্টোরেজের হিসাবে বলতে গেলে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম বা ইন্টারনাল স্টোরেজ, Android ১২ এর নতুন আপডেটেড ভার্সনের সাথে বাজারে এসেছে স্মার্ট ফোনটি। অর্থাৎ যাদের বাজেট একটু কম তাদের কথা মাথায় রেখে সংস্থা তাদের এই নতুন স্মার্ট ফোন বাজারে নিয়ে এসেছে। ক্যামেরার কথা বলতে গেলে, মাত্র ১১ হাজারের এই ফোনে মিলবে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি বা ফ্রন্ট ক্যামেরা, সেই সাথে ৫০০০ mah এর ব্যাটারি, যা দেবে দীর্ঘ ব্যাকআপ এবং ১০ ওয়াট এর ফাস্ট চার্জিং অ্যাডাপটার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News