Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

বাড়তি সতর্কতা এবার এটিএম এ, টাকা তুলতে লাগবে মোবাইলের পিন

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে টাকা তোলায় বাড়তি সতর্কতার নতুন নিয়ম জারি করা হলো। এবার থেকে এটিএম এ টাকা তুলতে গেলে সঙ্গে সঙ্গে গ্রাহকদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি চার ডিজিটের ওটিপি আসবে। একমাত্র ওই ওটিপি দিলেই তবে টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। স্টেট ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকগুলিও এই বিশেষ পরিষেবা চালু করার পথে রয়েছে।  এই বিশেষ সতর্কতা অবলম্বন করলে সুরক্ষিত থাকবে গ্রাহকদের অর্থ এমনটাই ধারণা করা যাচ্ছে। অনেক সময় ফ্রড কেসগুলোতে এটিএম কার্ড চুরি করে হোক বা পিন নাম্বার জেনে হোক টাকা তুলে নেয়া যায় খুব সহজে কিন্তু এর সাথে রেজিস্টার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড পাঠালে তা শুধুমাত্র গ্রাহকের পক্ষে জানা সম্ভব হবে কাজেই অন্য কেউ সেই একাউন্ট থেকে টাকা তুলতে পারবে না। এই ধরনের প্রতারণা গুলি বন্ধ করার জন্য ২০২০ সাল থেকে স্টেট ব্যাংকের পক্ষ থেকে ওটিপির মাধ্যমে টাকা তোলার বিশেষ প্রক্রিয়া শুরু হয়েছিল। এস বি আই এর যে কোন এটিএম থেকে ১০ হাজারের বেশি টাকা তুলতে গেলে এতদিন পর্যন্ত মোবাইলে আসা ওটিপি দিয়ে লেনদেন করা যেত।

উন্নতি প্রযুক্তি আসার সঙ্গে সঙ্গে অনেক বদল করছে ব্যাংক পরিষেবা গুলিতে। ঠিক যেরকম whatsapp ব্যাংকিং এখন নতুন যুক্ত করা হয়েছে এস বি আই ব্যাংক পরিষেবার সাথে। খুব সহজেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে whatsapp এর মাধ্যমে টাকা লেনদেন এবং মিনি স্টেটমেন্ট পাওয়া যাবে ঘরে বসেই। এখন আর ছোটখাটো প্রয়োজনে গ্রাহকদের ব্যাংকে ছুটতে হয় না। তবে বাড়তি সুরক্ষা অবলম্বনে টাকা তোলার জন্য এটিএম মেশিনে মোবাইলে আসা ওটিপি প্রদান করার জন্য অবশ্যই নিজস্ব ব্যাংক একাউন্টের সাথে নিজের মোবাইল নাম্বার রেজিস্টার করে রাখতে হবে। তবে এটিএম থেকে টাকা তোলার সময় উক্ত নাম্বারে মেসেজের দ্বারা ওটিপি আসবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News