Flash News
  1. এবার বইমেলায় নেই আমেরিকা ! তবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন
Tuesday, January 20, 2026

জাওয়ানদের হাতে এবার স্মার্ট ওয়াচ ট্র্যাকার, সহজেই উদ্ধার করা সম্ভব হবে নিখোঁজ জাওয়ানকে

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

সশস্ত্র শত্রুদের সামনে হোক কিংবা উঁচু বরফাবৃত পাহাড় বা রাজস্থানের চড়া রোদ, যারা সারাদিন ক্লান্তিহীন হয়ে আমাদের দেশের সীমানার সুরক্ষা করে তারা হল সেনা জাওয়ান। দেশের সুরক্ষা দশের সরক্ষা করতে করতে অনেক সময়ই তারা নিজেরাই প্রাণ হারায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে করতে। কখনও শত্রুদের হাতে প্রাণ হারিয়ে আবার কখনও প্রাকৃতিক দুর্যোগের সামনে পরে। প্রায়ই সিয়াচিনে অনেক ভারতীয় জাওয়ান তুষার ধসে চাপা পরে প্রাণ হারান, তাদের নিথর দেহ খুঁজে বের করতে করতে কেটে যায় বেশ কিছু সময়, অনেক সময় আবার দেহ খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পরে, সেক্ষেত্রে জীবিত জাওয়ানও মারা যায়।

তবে এবার থেকে জাওয়ানদের হাতে থাকতে চলেছে স্মার্ট ওয়াচ ট্র্যাকার, যার মাধ্যমে সহজেই খুঁজে বের করা যাবে নিখোঁজ জাওয়ানকে। সম্প্রতি বারানসির আরিয়ান ইন্টারন্যাশানাল স্কুলের অষ্টম শ্রেণির দুই ছাত্র আবিষ্কার করেছেন এই স্মার্ট ওয়াচ ট্র্যাকার। তাদের মতে এই ঘড়ির দুটি অংশ থাকবে, একটি ট্রান্সমিটার লাগানো থাকবে জাওয়ানদের হাতে ঘড়িতে, অন্যটি থাকবে সেনা বাহিনীর কন্ট্রোল রুমে। যে কোন আপাতকালিন পরিস্থিতিতে আগেই জানান দেবে এই স্মার্ট ওয়াচ। শুধু  তাই নয় ঠিক কোন জায়গাই জাওয়ান রয়েছেন তাও জানান দেবে এই হাত ঘড়ি। তবে আপাতত কন্ট্রোল রুম থেকে ৫০ মিটারের মধ্যে নিখোঁজ জাওয়ানকে খুঁজে বের করতে সক্ষম এই স্মার্ট ওয়াচ ট্র্যাকার, পরে অবশ্য এর পরিধি বৃদ্ধি করা হবে। বারানসির আরিয়ান ইন্টারন্যাশানাল স্কুলের দুই কৃতী ছাত্র দক্ষিণ আগারওয়াল এবং সুরজের আবিষ্কারে খুশি স্কুল কতৃপক্ষ। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News