বেড়ালের জন্য বায়ুদূষণ, কমিটি গঠন গ্রিন ট্রাইব্যুনালের

banner

#Pravati Sangbad Digital Desk:

দক্ষিণ পূর্ব কলকাতার এক অভিজাত আবাসনের ঘটনা।  বাসিন্দাদের অভিযোগ ফ্ল্যাটের এক বাসিন্দা বেড়াল পোষেন।  প্রায় ডজনেরও বেশি বেড়াল আশ্রয় পেয়েছে ওই ফ্ল্যাটে। আর সেখান থেকে ছড়াচ্ছে  দূষণ।
বেড়াল সমস্যা সমাধানে  বাসিন্দারা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দ্বারস্থ হন। বোর্ড তাদের ট্রাইবুনালে যাওয়ার কথা বলে। অবশেষে বেড়ালের লোম, খুশকি কিম্বা পরিত্যাজ্য বস্তু থেকে কোনওভাবে দূষণ ছড়াচ্ছে কি না তা নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল তথা NGT। 

 জানা গিয়েছে কমিটিতে গড়িয়াহাট পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ, কলকাতা পুরসভার সদস্য ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের এক সদস্য থাকবেন। এদিকে বেড়াল সংক্রান্ত বিশেষজ্ঞ তিয়াসা আঢ্য বলছেন, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই যা দাবি করে যে বিড়াল বায়ু দূষণ ঘটায়। যদি বিড়ালের বিষ্ঠাকে দায়ী করা হয়, তবে সর্বাধিক মালিককে পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা যেতে পারে। তিনি বলছেন, " কোনো অবস্থাতেই বিড়ালদের বায়ু দূষণকারী হিসেবে বিবেচনা করা উচিত নয় যা নাগরিকদের কাছে ভুল বার্তা পাঠাবে এবং ভুল ধারণার প্রসার ঘটাবে।"

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Samata Chakraborty

Related News