দুই কেজি ইউরেনিয়াম নিয়ে চোরাচালানকারীদের ভারতে প্রবেশের চেষ্টা বানচাল; ধৃত 15

banner

#Pravati Sangbad Digital Desk:

শুক্রবার ভারত-নেপাল সীমান্তের বিরাটনগরে পুলিশ দুই কেজি ইউরেনিয়াম জব্দ করেছে। এছাড়া ১৫ জনকে আটক করা হয়েছে। চোরাকারবারীরা নিষিদ্ধ মালামাল বহন করছিল এবং উচ্চ তেজস্ক্রিয় পদার্থ ভারত হয়ে বিদেশে পাচারের চেষ্টা করছিল। পুলিশ জানিয়েছে, চোরাকারবারীরা বিহারের আরারিয়া জেলার জোগবানির কোথাও ঢুকে পড়ার পরিকল্পনা করছিল।
দুই কেজি ইউরেনিয়াম ও অন্যান্য অপরাধমূলক সামগ্রী সহ গ্রেফতার হওয়া চোরাকারবারীরা নেপালের বিরাটনগরে দুটি পৃথক হোটেলে এসে উঠেছিলেন। তারা কাঠমান্ডু হয়ে সীমান্তের ভারতীয় অংশে প্রবেশের পরিকল্পনা করছিল। নিষিদ্ধ পণ্য বহনকারীরা বিহারের আরারিয়া জেলার সীমান্ত শহর জোগবানিতে ভারতীয় অংশে লুকিয়ে পড়ার পরিকল্পনা করছিল। কিন্তু, নেপাল পুলিশ তাদের পরিকল্পনা ভেস্তে দেয়।

 নেপালে, মোরাং এসপি শান্তিরাজ কৈরালা আটকের বিষয়টি নিশ্চিত করার সময় বলেছিলেন যে হিমালয় দেশের বিরাটনগরে দুটি পৃথক হোটেল থেকে অন্যান্য সন্দেহজনক পণ্য সহ প্রায় দুই কেজি ওজনের ইউরেনিয়ামের বিশাল মাল উদ্ধার করা হয়েছে। চোরাকারবারীরা কাঠমান্ডু দিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার পরিকল্পনা করছিল। কিন্তু, তাদের পরিকল্পনা সফল হতে দেওয়া হয়নি এবং কাঠমান্ডুর দুটি পৃথক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News