শিলিগুড়ি থেকে এক বাসেই নেপাল, শুরু হল শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা

banner

#Pravati Sangbad Digital Desk:

যত কাণ্ড কাঠমান্ডু মনে পরে ফেলুদার গোয়েন্দাগিরির কাহিনী। বাঙালির সাথে নেপালের সম্পর্ক বরাবরই ভালো, সেই সাথে দুই প্রতিবেশি দেশের সম্পরক চোখে পড়ার মতো, সেই সম্পর্কের বন্ধন আরও মজবুত করতে এবার শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এনবিএসটিসি। ঘোষণা হয়েছিল অনেকদিন আগেই, কথা ছিল জুন মাসেই চালু হবে বাস পরিষেবা, কিন্তু সূচিতে সামান্য রদবদল, জুনের পরিবর্তে ৬ই জুলাই রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম শিলিগুড়ি-কাঠমান্ডু বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।
যদিও আগেও শিলিগুড়ি থেকে নেপাল যাওয়া যেত সড়ক পথে, তবে বাস পরিবর্তন করতে হতো মাঝ পথে, শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা চালু হওয়ার ফলে সেই পরিবর্তনের দিন শেষ। এবার থেকে এক বাসে চেপেই এ রাজ্য থেকে নেপালে পা রাখবেন পর্যটকরা। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাল থেকে এদিন বাসেই উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। শিলিগুড়ি থেকে বাস ছাড়বে সপ্তাহে তিন দিন সোম, বুধ এবং শুক্রবার, অন্যদিকে কাঠমান্ডু থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাস ছাড়বে মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার। এদিন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বাসের উদ্বোধন করার পরে বলেন, “ কিছু দিনের মধ্যেই শিলিগুড়ি ইন্দো বাস পরিষেবাও চালু করা হবে, প্রায় সমস্ত কাজ শেষের দিকে, এবার বাকি কাজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা করবে”। শিলিগুড়ি কাঠমান্ডু বাস পরিষেবা চালু হওয়ার ফলে খুশি পর্যটকরাও। সেই সাথে অফলাইনের পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার সুবিধা মিলবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News