#Pravati Sangbad Digital Desk:
সাধারণ মানুষকে তথ্য সুরক্ষিত রাখার জন্য এবার কুড়িজন বিশিষ্ট হ্যাকারদের ডাক পাঠানো UIDAI। UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের যাবতীয় তথ্য পরিচালনার কাজ করে। এবার আধার কার্ডের সমস্ত ডেটা সুরক্ষিত রাখার জন্য হ্যাকারদের প্রয়োজন UIDAI দের। আধার কার্ডের যাবতীয় ডেটাকে সুরক্ষিত রাখতে এবং সাধারণ মানুষদের যাবতীয় তথ্যে কোন ভুল যদি আছে কিনা তা দেখবে বিশিষ্ট হ্যাকাররা।
এই দেশে প্রায় 1.3 বিলিয়ান মানুষের যাবতীয় তথ্য সংরক্ষিত আছে আধার কার্ডে। হ্যাকারদের মূলত কাজ এই সিস্টেমটি তে কোন গন্ডগোল বা সমস্যা আছে কিনা তা নির্ণয় করা। তবে এই কাজে নিযুক্ত হওয়ার আগে হ্যাকারদের অবশ্যই নন ডিসক্লোজার চুক্তিতে সই করে নিতে হবে। এবং এমন কাউকে হ্যাকার হিসেবে নিযুক্ত করা হবে যারা পূর্বে মাইক্রোসফট অ্যাপেল ফেসবুক বা গুগল এ ১০০ লিডার বোর্ডে ছিল। এই হ্যাকার পদে নিযুক্তদের অবশ্যই ভারতীয় হতে হবে এবং যথোপযুক্ত তথ্য প্রমাণ থাকতে হবে।