রোদে পোড়া ত্বকের ক্ষেত্রে তেঁতুলের গুণাগুণ

banner

#Pravati Sangbad Digital Desk:

আমরা সকলেই উজ্জ্বল ত্বকের জন্য কী-ই না করে থাকি। নিয়মিত সিটিএম,অর্থাৎ ক্লিনজিং-টোনিং-ময়শ্চরাইজিং থেকে শুরু করে বিভিন্ন ফেসপ্যাক।এমনকি ত্বক উজ্জ্বল করতে পার্লারে গিয়ে তো হাজার হাজার টাকা খরচ করি। পাশাপাশি ঘরোয়া টোটকাও রয়েছে।কখনও বেসন, কখনও পাতিলেবু। তবে, কম খরচে ত্বক উজ্জ্বল করতে চাইলে এবার ব্যবহার করতে পারেন তেঁতুল।এতে রয়েছে ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম।যা ত্বকের জন্য উপকারী।
এক নজরে দেখে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন তেঁতুল-
হলুদ-তেঁতুলের ফেসপ্যাক :
প্রথমে পরিমাণ মতো তেঁতুল গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপরে ঠান্ডা হলে তা থেকে দু’চামচ ক্বাথ বের করে,তাতে এক চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন।মিনিট ১৫ রেখে পরিষ্কার জলে ধুয়ে ফেলুন।
সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহারে বাড়বে ত্বকের জেল্লা।
তেঁতুলের স্ক্রাব :
২ চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে ২ চামচ ব্রাউন সুগার ও ১ চা চামচ বেকিং সোডা ভাল করে মিশিয়ে একটা স্ক্রাব বানিয়ে তা ত্বকে লাগিয়ে নিন।চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে এবং বেকিং সোডা ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে। এই স্ক্রাব ব্যবহারে ত্বকের মধ্যে থাকা মৃত কোষগুলি দূর হয়।
মধু-বেসন ও তেঁতুলের ফেসপ্যাক :
তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাক বেশ উপকারী। ১ চামচ তেঁতুল ক্বাথ,১ চামচ হলুদ ও ২ চামচ বেসনের মিশ্রণে একটি ফেসপ্যাক তৈরি করে,তা সারা মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিন।মিনিট দশেক রেখে, জল দিয়ে ধুয়ে ফেলুন।ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে এই প্যাক।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Riya Some

Tags:

Related News