Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজের তরফ থেকে ডাকা একদিনের ধর্মঘটে

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

গত মাসে ডাক বিভাগকে কর্পোরেটাইজেশন করার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পর আজ ১০ আগস্ট সারাদেশব্যাপী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ডাক ধর্মঘট পালন করা হল।উপস্থিত ছিলেন বালুরঘাট শহরের হেড পোষ্ট অফিসের কর্মীবৃন্দ। বুধবার ডাক কর্মী সংগঠন ন্যাশনাল ফেডারেশন অব পোস্টাল এমপ্লয়িজের তরফ থেকে ডাকা একদিনের ধর্মঘটে বিক্ষোভকারীদের দাবি, কেন্দ্রীয় সরকারের হাতে ডাক বিভাগকে তুলে দেওয়ার যে পরিকল্পনা, তাতে অসংখ্য এজেন্টের ভবিষ্যৎ সঙ্কটের মুখে পড়েছে।পাশাপাশি ডাক বিভাগের স্বল্প সঞ্চয় এবং বিমার মতো বিভিন্ন প্রকল্প পুরোপুরি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট নামক এক ব্যাঙ্কের হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা রয়েছে, তাতে সাধারণ মানুষের সঞ্চয় বিপদের সম্মুখীন হবে বলে অভিযোগ দায়ের করেন ডাক কর্মীরা।উল্লেখ্য এই ডাক বিভাগকে বেসরকারিকরণের বিরুদ্ধে তাঁদের দাবি কেন্দ্রীয় সরকার যদি না মানেন,তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত এদিন বিভাগীয় সম্পাদক অর্ক রায় গুপ্ত জানিয়েছেন, আজকে সারাদেশব্যাপী একদিনের ডাক ধর্মঘট।এর মূল কারণ হল,আমরা ২০১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকারকে বলে আসছি যে, প্রযুক্তি উন্নয়নের নামে ডাক দফতরের অনলাইন পরিষেবা থেকে শুরু করে সবকিছুই চালু করা হচ্ছে, তবে পরিকাঠামোর দিকে নজর দেওয়া হচ্ছে না।ফলে আমরা সঠিকভাবে পরিষেবা প্রদান করতে পারছিনা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ
Related News