#Pravati Sangbad Digital Desk:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে জয়লাভ করলো ভারত। গত ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল ইন্ডিজের ব্রেন্ডন কিং। তবে এদিন সূর্যকুমার যাদবের চওড়া ব্যাটে ভর করে ২-১ এ এগিয়ে গেলো টিম ইন্ডিয়া। টসে জিতে এদিন বোলিং করার সিধান্ত নেয় রহিত শর্মা। তবে গত ম্যাচের মত এদিন ও ক্যারিবিয় দলের ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়। কেইল মায়ার্স ৫০ বলে ৭০ রানের একটি অতিমানবীয় ইনিংস খেলে যান, অধিনায়ক নিকলাস পুরান ২২ রানের একটি ইনিংস খেলেন। তবে গত ম্যাচের কিং ব্রেন্ডন এদিন ২০ রানে সাজঘরে ফেরেন। লারার দেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। জবাবে ভারতীয় দল ব্যাট করতে নেমেই প্রথম ধাক্কা খায় অধিনায়কের ইনজুরিতে। ব্যক্তিগত ১১ রানের মাথায় রহিত শর্মার পেশিতে টান লাগায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন।এরপর সূর্যকুমার যাদব শ্রেয়াস আইয়ার কে সঙ্গে করে দলকে লক্ষ্যের দিকে পৌঁছে দিতে থাকেন। শ্রেয়াস ২৪ রানে সাজঘরে ফিরলেও, সূর্যকুমার দমিনিক দ্রাক্সের বলে সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৭৬ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় এনে দেন। সেখান থেকে শুধুমাত্র হার্দিক পাণ্ড্যর উইকেট হারিয়ে ঋসভ পন্থ এবং দীপক হুডা এক ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দেয়। পন্থ ৩৩ এবং দীপক ১০ রানে অপরাজিত থেকে যান। তবে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে ম্যান অফ দ্যা ম্যাচ সুর্যকুমারকে বাহবা দেওয়ার সাথে সাথে ভারত অধিনায়ক জানিয়েছেন , তাঁর শরীর ভালো আছেন এবং তিনি আশাবাদী যে তিনি সম্পুর্ন সুস্থ।