ক্ষমতাই আসলে আগামী পাঁচ বছরে ১০ লক্ষ চাকরি, প্রতিশ্রুতি কেজরিওয়ালের

banner

#Pravati Sangbad Digital Desk:

বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাস তালুক। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ময়দানে ইতিমধ্যেই নেমেও পড়েছে গেরুয়া শিবির, শুধু তাই নয় দেখা মিলছে নরেন্দ্র মোদীরও, বেশ কিছু প্রচারও করেছেন তিনি। সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাটা শুরু হয়েছিল গুজরাট থেকেই। নরেন্দ্র মোদীর স্বপ্নের গুজরাটে ঢেলে সাজিয়েছেন, দেশের বাকি রাজ্যের কাছে গুজরাট এখন রোল মডেল। তবে টক্কর দিতে প্রস্তুত আম আদমি পার্টিও। গত মার্চে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছে কেজরিওয়াল সরকার। এখন তাদের লক্ষ্য গুজরাট দখলের।
বর্তমানে দেশে বেড়েই চলেছে বেকারত্বের সমস্যা, এবার তাকে হাতিয়ার করেই ময়দানে নামতে চাই কেজরিওয়াল সরকার। ক্ষমতাই আসলে আগামী পাঁচ বছরে ১০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছে তিনি।সেই সাথে রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসে ৩০০০ টাকা করে বেকারত্ব ভাতা দেওয়ারও ঘোষণা করেন তিনি। বর্তমানে দিল্লিকে ঢেলে সাজিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তার প্রকল্প গুলি নজরও করেছে সাধারণ মানুষের, সেই সাথে বিনামূল্যে বিদ্যুৎ, জলের সুবিধাও দিয়েছে। দিল্লি মডেল পাঞ্জাবের মানুষের কাছে অতি পছন্দের হয়ে উঠেছিল, এখন দেখার বিষয় কেজরিওয়াল সরকারের ওপর কতটা আস্থাশীল গুজরাটবাসি। সব মিলিয়ে গুজরাট দখলে মরিয়া আম আদমি পার্টি। কেজরিওয়ালের রাজনীতি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি গেরুয়া শিবির, তাদের মতে বিনামূল্যের রাজনীতি করতে গিয়ে দেনা বাড়াবে সরকার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News