Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রায় সাত হাজার সিসি ক্যামেরার দায়িত্বে কলকাতা পুলিশ

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

প্রায় সাত হাজার সিসি ক্যামেরা চালু রয়েছে কলকাতা পুলিশ এলাকায়। আরও কয়েক  হাজার ক্যামেরা বসানোর কথা শহরের গলি গুলোতে নজরদারি রাখার জন্য। কলকাতা পুলিশের অস্ত্র হল এই নজরদারি চোখ  ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য। সিসি ক্যামেরার উপর নজর রাখে ট্রাফিক বিভাগ, ডেপুটি কমিশনার এর অফিস থেকে, আবার ক্যামেরার নজরদারি করে সোশ্যাল ব্রাঞ্চের আধিকারিকেরা। এছাড়াও শহরে ক্যামেরা বসানো আছে বেসরকারি সংস্থার উদ্দোগেও।
এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে লালবাজারের কয়েকজন পুলিশ আধিকারিকদের। দায়িত্ব দেওয়া হয়েছে কীভাবে পুলিশের সব বিভাগের ক্যামেরা কে এক ছাদের তলায় আনা যায়।  প্রাথমিক ভাবে জানানো হয়েছে প্রতি টি ক্যামেরা কেন্দ্রীয় ভাবেই একটা জায়গা থেকে নজরদারি চালানো হবে। ফলে পুলিশ ট্রেনিং স্কুলে পৃথক কন্ট্রোল রুম তৈরি করা হবে।
লালবাজারের এক অংশের দাবি, সি সি ক্যামেরা শহরে অপরাধের কিনারা করার মূল ভরসা। কিন্তু অনেক সময় সমন্বয়ের অভাব প্রকাশ্যে আসে কোন জায়গায় কোন বিভাগের ক্যামেরা র  অবস্থান নিয়ে। তাই তদন্তে যাতে বাধাপ্রাপ্ত না হয় এবং এই বাধা দূর করতেই এই সিদ্ধান্ত।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার সিসি ক্যামেরা দেখাশোনা করেন ট্রাফিক গার্ড। সিসি ক্যামেরা নজরদারি করা র জন্য বর্তমানে বিভিন্ন এলাকা বেছে নেওয়া হয়েছে প্রতি টি থানা এলাকার অধীনে। তা থানার ওসি বা কর্তব্যরত অফিসারদের ঘর থাকা মনিটরের মধ্যে দিয়ে নজরদারি করা হয়। একইভাবে শহরে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো আছে সোশ্যাল ব্রাঞ্চ ও রিজার্ভ ফোর্সের তরফে বসানো ক্যামেরা। তাছাড়া বড়বাজার এলাকায় বসানো আছে বেসরকারি সংস্থার ক্যামেরা।
লালবাজারের এক অফিসার জানান, কোন বিভাগের ক্যামেরা তা স্থির করতেই অধিকাংশ সময় লেগে গেছে তদন্তের সময়। এরফলে তদন্তে ব্যাঘাত ঘটে। তাই কোথায় কোন বিভাগের সিসি ক্যামেরা আগে জানা থাকলে তদন্তে সুবিধা হবে। উল্লেখ্য, শহরের কোথায় কোন জায়গায় কোন বিভাগের ক্যামেরা কোথায় আছে সরকারি সহ বেসরকারি সমস্তই চিহ্নিত করার নির্দেশ দিয়েছে থানা গুলিতে।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি
Related News