এবার থেকে ইউপিআই-এর সাহায্যে টাকা তোলা যাবে এটিএম থেকে

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার থেকে এটিএমে টাকা তোলার জন্য আপনার কাছে কার্ড রাখার প্রয়োজন নেই, UPI-এর সাহায্যে এটিএম থেকে টাকা তোলা সহজ।ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই ধরনের সুবিধা চালু করেছে। নয়া সুবিধাকে ইন্টারঅপারেবল কার্ডলেস ক্যাশ উইথড্রয়েল (ICCW) নাম দেওয়া হয়েছে । রিজার্ভ ব্যাঙ্কের তরফে সমস্ত ব্যাঙ্ককে শীঘ্রই এটিএমে ICCW পরিষেবা শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ইউপিআই-এর সঙ্গে যুক্ত নয়া সুবিধা নিয়ে এসেছে । এটিএম মেশিনে কার্ডলেস উইথড্রয়েল ইনস্টল হওয়ার পর আপনি গুগল পে, পেটিএম, ফোন পে-সহ অন্যান্য ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন । এর জন্য আপনার কাছে কেবল একটি ফোন থাকতে হবে । এটিএম-এর মাধ্যমে হতে থাকা বিভিন্ন ধরনের ফ্রড আটকানোর জন্য এই পরিষেবা অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। 
নতুন এই নিয়ম অনুযায়ী এটিএম-এ কার্ড ঢোকানোর প্রয়োজন নেই। স্ক্রিনে প্রদর্শিত কিউআর কোডের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন । তবে এখন কয়েকটি ব্যাংকে এই সুবিধা পাওয়া যাচ্ছে । সব ব্যাংকে উপলব্ধ হয়নি। ধীরে ধীরে এই নেটওয়ার্কে চলে আসবে মাস্টার কার্ড এবং ভিসাও।২০২২ এর জানুয়ারি থেকে গ্রাহকদের তাদের ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেনের অনুমতি দেওয়া হয়েছিল। তারপরে যদি কেউ লেনদেন করতে চান সেক্ষেত্রে প্রতি লেনদেনের চার্জ করা হবে ২১ টাকা। এই একই নিয়ম প্রযোজ্য হবে ইউপিআই এর ক্ষেত্রেও।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Tags:

Related News