ফিরে আসবে কি পৌষ মেলা? শান্তিনিকেতনে পৌষ মেলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে চিঠি উপাচার্যের

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পৌষমেলা আয়োজন করার জন্য রাজ্য সরকারের সাহায্য চেয়ে মুখ্যসচিবকে চিঠি লিখলেন। করোনা সংক্রমণের কারণে গত দুবছর বিশ্ববিদ্যালয় কোনোরকম পৌষমেলা আয়োজন করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে এই বছর ফের ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করার উদ্দেশ্যে গত ২৯ জুন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি লেখেন বিশ্বভারতীর উপাচার্য। বোলপুরের হস্তশিল্পী ও ব্যবসায়ীরা বিশ্বভারতীর এই উদ্যোগকে অভ্যর্থনা জানিয়েছেন। যদিও কর্তৃপক্ষের তরফে থেকে এই বিষয় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। পৌষমেলা এবং বসন্ত উৎসব বিশ্বভারতীর অন্যতম বড় দুটি উৎসব। এই দুটি উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের আগমন ঘটে শান্তিনিকেতনে। পর্যটকরা মূলত এই দুটি উৎসবের দিকেই তাকিয়ে থাকেন। কিন্তু করোনা সংক্রমণের কারণে গত দুবছর কোনো পৌষমেলা হয়নি শান্তিনিকেতনে। স্থানীয় হস্তশিল্পী ও ব্যবসায়ীরা কর্তৃপক্ষকে বারবার আবেদন করলেও সংক্রমণের কারণ দেখিয়ে তা আয়োজন করা সম্ভব হয়নি বিশ্বভারতীর পক্ষ থেকে।
 তাই গত দুবছর বিশ্বভারতীতে পৌষমেলা না হওয়ায় বোলপুর ব্যবসায়ী সমিতি ও বাংলা সংস্কৃতি মঞ্চ বোলপুরের জেলা পরিষদের ডাকবাংলা ময়দানে বিকল্প পৌষমেলার আয়োজন করে। কিন্তু এই বছর করোনা পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় পৌষ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পৌষ মেলা আয়োজন করার জন্য বিশ্বভারতীর কর্মী পরিষদ শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন। এবং তার সাথে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রাজ্য সরকারের সাহায্য চেয়ে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন বিশ্বভারতীর উপাচার্য মুখ্যসচিবকে চিঠিতে জানান বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা আয়োজন করতে চায় কিন্তু তা রাজ্য সরকারের আর্থিক ও প্রশাসনিক সাহায্য ছাড়া এককভাবে আয়োজন করা সম্ভব নয় । রাজ্য সরকার যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বছর শান্তিনিকেতনের মেলার মাঠে পৌষমেলা করতে আগ্রহী।পৌষমেলা আয়োজিত হলে আর্থিকভাবে লাভবান হবেন স্থানীয় হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। তাই উপাচার্যের এই পদক্ষেপের প্রতি অভ্যর্থনা জানিয়েছেন তারা। এবং বিশ্বভারতীর এই উদ্যোগে শান্তিনিকেতনের হাওয়ায় বইছে আনন্দ। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Tags: