Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ভারতে চালু হতে চলেছে আন্তর্জাতিক বিমান ব্যবস্থা

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

গতকাল শুক্রবার 27 শে নভেম্বর সন্ধ্যায় ভারতের বেসামরিক-বিমান-চলাচল মন্ত্রণালয় ঘোষণা করেছে আগামী 15 ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বিমান চালু হতে চলেছে। তবে অবশ্যই তা শর্ত সাপেক্ষে। ঝুঁকিপূর্ণ তালিকায় আছে বাংলাদেশে তাই বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ ব্যবস্থা থাকবে 75 শতাংশ। বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায় স্বরাষ্ট্র পররাষ্ট্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার পর আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তাদের পক্ষ থেকে জানানো হয়েছে 14 টি দেশকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছে। তাই সেসব দেশে বিমান ব্যবস্থা চলাচলে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে। সেই সব দেশের সাথে 25% কম বিমান পরিষেবার যোগাযোগ হবে। অর্থাৎ আগের স্বাভাবিক পরিস্থিতিতে যেমন বিমান চলাচল করত তার জায়গায় 75% চলবে। যেসব দেশের  সাথে teer-google চুক্তি করা নেই সেই সব দেশে বিমান যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় 50% কম থাকবে।

করোনাকালীন পরিস্থিতিতে 2020 সালের মার্চ মাস থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয় ভারত থেকে। অন্যান্য পরিবহন ব্যবস্থার মতনই জরুরী কালীন পরিস্থিতি ব্যবহার করা হতো বিমান চলাচল এছাড়াও অন্য দেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে তখন জরুরী পরিস্থিতিতে বিমান চলাচল হয়েছিল। তারপরে সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকে যাদের রোজগারের পথ বিদেশে। তবে বর্তমানে অবস্থার অনেক উন্নতি হয়েছে। টিকা নেওয়া এবং যথেষ্ট পরিমাণে করণা বিধি মিনি সেলাই উন্নতি হয়েছে পরিস্থিতির। তাই সবকিছু মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।

এরকম সিদ্ধান্তের ছেড়ে শান্তি এসেছে পর্যটনেও। প্রায় দু বছর পরে বিমান ব্যবস্থা চালু হয় বিদেশে ব্যবসার আশার আলো দেখছেন বহু মানুষ। এই কদিনে হয়েছে বহু আন্তর্জাতিক পর্যটন শিল্পের ক্ষতি। বিদেশিদের সাথে ভারতের যে ভ্রমণ শিল্প সংগঠন আই টি এর প্রেসিডেন্ট রাজিব মেহরা এবং ভারতীয়দের সাথে বিদেশের ভ্রমণের ব্যবসার  সাথে যুক্ত যে সংগঠন ওটিওএআই এর প্রেসিডেন্ট ররিয়জ মুন্সী কেন্দ্রের নেওয়া এই সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন। তাদের ধারণা অনুযায়ী ইতি আন্তর্জাতিক শিল্পমহলের পুরনো ছন্দ। তবে যে চৌদ্দটি দেশকে একসঙ্গে ঝুঁকিপূর্ণ বলে ঠিক করা হয়েছে তাদের সাথে নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে পর্যটনশিল্পের সংগঠনের পক্ষ থেকে। কারণ সেই দেশগুলিতেও ব্যাবসায়িক সম্পর্ক বহুদিনের এবং সেগুলি চালু হলে আখেরে লাভ হবে শিল্পমহলের। তবে এই ধারণা যে ধাপে ধাপে কোভিড বিধি মেনেই সেইসব নিয়ন্ত্রণের রাস হালকা করা হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ প্রযুক্তি
Related News