Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

ভারত তাঁর বন্ধুর স্মরণে জাতীয় শোক পালন করছে

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

গতকাল আততায়ীর গুলিতে নিহত হয়েছেন  জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ শনিবার তাঁর প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন  টুইটারে তিনি লিখেছেন " আমার প্রিয় বন্ধুর প্রয়াণে আমি মর্মাহত। দুঃখ প্রকাশের ভাষা নেই। রাজনীতিবিদদের  মধ্যে তিনি  অন্যতম ছিলেন। অসামান্য নেতা উনি। অসাধারণ প্রশাসক ছিলেন। জাপানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।" প্রসঙ্গত শিনজো আবের মন্ত্রিত্বকালে  ভাড়োট-জাপান  বৈদেশিক সম্পর্ক অনেক মজবুত হয়। আবে বিশ্বের দরবারে ভারতের  সশক্তিকরণের পক্ষে  ছিলেন। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে  মোদী যখন জাপান সফরে যান ,তখন  আবের  অবসরবাসেই ছিলেন। এমনকি ২০২১ সালে ভারতের  দ্বিতীয়  সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণে শিনজো আবেকে সন্মানিত করা হয়। সুতরাং এর থেকেই বোঝা যায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আবের কতটা ভালো সম্পর্ক ছিল। 
উল্লেখ্য, নিহত প্রাক্তন প্রধানমন্ত্রীর দাদুও জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর সাথে তাঁর ভালো সম্পর্কের দরুন, তিনি ভারতীয় সংসদে এসে ভাষণ রেখেছিলেন। অপরদিকে, বিশ্বযুদ্ধত্তর  জাপানে প্রধানমন্ত্রী পদে শিনজো আবেই সবথেকে বেশিদিন আসীন ছিলেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রয়াণ
Related News