Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

অরুণাচলে ভারত-চিন সীমান্তে মৃত ১ শ্রমিক, নিখোঁজ ১৮

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati Sangbad Digital Desk:

অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায় ভারত-চিন সীমান্তের কাছে একটি সড়ক নির্মায়মান সাইটে অসমের একজন  শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও ১৮ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। সীমান্ত এলাকার দামিনে রাস্তা নির্মাণের কাজে জড়িত ছিল শ্ৰমিকরা। বেশির ভাগ শ্ৰমিকই অসমের ছিল। ঘটনাটি ঘটেছে গত ৫ জুলাই। প্ৰকাশ্যে এসেছে সোমবার অর্থাৎ ১৮ জুলাই। ১৯ জনের সকলেই গত সপ্তাহে প্রকল্প সাইট থেকে নিখোঁজ হয়। একজন শ্রমিকের মৃতদেহ পরবর্তীতে কাছেরই একটি নদী থেকে উদ্ধার করা হয়। শ্রমিকরা বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) দ্বারা ভারত-চীন সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চল দামিন সার্কেলে রাস্তা নির্মাণের জন্য নিযুক্ত ছিল।
বিআরও অরুণাচল প্রদেশে চিন সীমান্তে অবকাঠামোগত প্রকল্পগুলির একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করছে। অরুনাচলের কুরুং কুমে জেলার ডেপুটি কমিশনার বেঙ্গিয়া নিঘি জানিয়েছেন, কুমে নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে স্থানীয়দের দাবি, দামিনের কুমে নদীতে ডুবে সব শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্ৰে খবর, শ্রমিকরা ঠিকাদার বেঙ্গিয়া বাদোর কাছে ঈদের জন্য ছুটি মঞ্জুর করার অনুরোধ জানিয়েছিল। কিন্তু ঠিকাদার অনুমতি দিতে অস্বীকার করলে তারা পায়ে হেঁটেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কুরুং কুমে জেলার গভীর জঙ্গলে নিখোঁজ হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করতে এবং তাদের সকলেই কি কুমে নদীতে ডুবে গেছে সমস্ত কিছু খতিয়ে দেখতে একটি উদ্ধারকারী দলকে প্রকল্পের জায়গায় পাঠানো হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রয়াণ
Related News