পদত্যাগের আগেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রবল অর্থনৈতিক সংকটের মুখে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা।শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির জন্য রাজাপক্ষ পরিবারের ভুল নীতিই দায়ী  এমনটাই অভিযোগ করা হয়েছে।সেই কারণে তাঁদের উপরেই দেশবাসীর সীমাহীন ক্ষোভ।মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ইস্তফা দেওয়ার আগে ব্যাপক প্রতিবাদের মধ্যেই বুধবার ভোরে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ।
রয়টার্স সূত্রে খবর, রাজাপক্ষ তার স্ত্রী-সহ দুই দেহরক্ষী নিয়ে শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি বিমানে চড়ে মালদ্বীপের রাজধানী মালে শহরের উদ্দেশ্যে রওনা হন। সংবাদসংস্থা এও জানিয়েছে, সেখান থেকে সম্ভবত এশিয়ার অন্য কোনও দেশে যেতে পারেন প্রেসিডেন্ট।যদিও এর আগে বিমানবন্দরে কর্মকর্তাদের বাধার মুখে আকাশপথে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হন।কিন্তু পরে সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টাও করেন গোতাবায়া।
শেষমেশ মঙ্গলবার মধ্যরাতে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামরিক বিমান অ্যান্তোনভ–৩২ -এ মালদ্বীপের দিকে রওনা হন তিনি।বুধবার রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার কথা ছিল তাঁর।এদিকে শুক্রবার থেকে জনসমক্ষে দেখা যায়নি রাজাপক্ষকে।শনিবার হাজার হাজার বিক্ষোভকারী তার ক্ষমতাচ্যুতির দাবিতে এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে হামলার পরই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত,প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ-সহ রাজাপক্ষ পরিবার বছরের পর বছর ধরে আধিপত্য বিস্তার করেছে ২২ মিলিয়ন জনসংখ্যার দেশে।এবং শ্রীলঙ্কার বর্তমান সমস্যার বেশিরভাগের জন্য দায়ী করা হয় তাদের।কোভিড-১৯ মহামারীর পর এবং রেমিট্যান্স হ্রাসের ফলে পর্যটন-নির্ভর অর্থনীতিতে ব্যাপকভাবে ক্ষতি হয়।রাজাপক্ষরা ২০১৯ সালে পপুলিস্ট ট্যাক্স কমিয়ে এনেছিল যা সরকারী অর্থনীতিকে প্রভাবিত করেছিল।এমনকি বৈদেশিক রিজার্ভ সঙ্কুচিত করার ফলে জ্বালানী, খাদ্য ও ওষুধের আমদানিও কমে যায়।
পরবর্তীকালে,ভোগ্যপণ্যের দামের পাশাপাশি জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি,বিদ্যুৎ বিভ্রাট ও ওষুধের তীব্র সংকট এসবের জন্য প্রেসিডেন্ট গোতাবায়া এবং তার ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে দায়ী করে আসছেন আন্দোলনকারীরা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Riya Some

Related News