পচনশীল বর্জ্য পদার্থ সংগ্রহ করে রাখা যাবেনা!! নির্দেশ কলকাতা পৌরসভার

banner

#Pravati Sangbad Digital Desk:

৫ হাজার বর্গ মিটারের বেশি আয়তন সম্পন্ন আবাসনগুলি থেকে আর পচনশীল বর্জ্য সংগ্রহ করবে না কলকাতা পুরসভা। বড় আবাসনগুলিকে নিজেদেরই পচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণের ব্যবস্থা করতে হবে। তার জন্য আবাসন এলাকাতেই বসাতে হবে জৈব বর্জ্য কনভার্টার। সিদ্ধান্ত কলকাতা পুরসভার। প্রতিদিন ১০০ কেজি বা তার বেশি  জমলে সেই দায়িত্ব কর্তৃপক্ষের পুরসভার নয়। টাউন হলে এক ওয়ার্কশপে পুরসভার এই সিদ্ধান্তের কথা জানান জঞ্জাল মেয়র পারিষদ দেবব্রত মজুমদার।
শ২০১৬ সালের আইন এবার কার্যকর করতে চলেছে কলকাতা পৌরসভা। জঞ্জাল সাফাইয়ের জন্য প্রয়োজনে কমপ্যাক্টর বসাতে হবে বহুতল কর্তৃপক্ষকে। সেখানেই পচনশীল বর্জ্য প্রসেসিং করার দায়িত্ব নিতে হবে তাদেরই। নজরদারি থাকবে পুরসভার জঞ্জাল সাফাই না হলে পুরসভা সেই জঞ্জাল সাফাই করলে তাদেরকে পুরসভা নির্ধারিত চার্জ দিতে হবে।
শহরের নতুন বহুতল কিংবা অন্যান্য বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে এ বার এই নিয়ম বাধ্যতামূলক হচ্ছে। না মানলে কলকাতা পুরসভার আইন অনুযায়ী মোটা টাকা জরিমানা করবে পুরসভা। শুধুমাত্র নতুন বহু দলের ক্ষেত্রেই নয় পুরনো যে সমস্ত বহুতল রয়েছে সেই বহু দল বা কমপ্লেক্সের যে আবাসনেই ১০০ কেজির বেশি দৈনিক জঞ্জাল জমা হয় সে ক্ষেত্রেই এই আইন কার্যকর হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News