Flash News
Monday, September 22, 2025

বাড়ছে সংক্রমণ, ফের ১১০টি দেশ জুড়ে করোনা তান্ডব

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

ভারত ছাড়া বিশ্বের আরও একাধিক দেশে ধীরে ধীরে বাড়ছে সংক্রমণ।বাড়ছে মৃত্যুহারও। অতিমারি শেষ, এই ধারণার উপর নির্ভর করেই কোভিডের বাধা নিষেধ সম্পূর্ণরূপে এড়িয়ে চলছেন বহু মানুষ। দ্বিতীয় ডোজ নিলেও বুস্টার ডোজ নিতে নারাজ অধিকাংশ। এই পরিস্থিতির শিকার হয়ে কার্যত উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)।বুধবার হুয়ের তরফে ফের সতর্কতা ঘোষণা করে জানানো হয়েছে,অতিমারী এখনও শেষ হয়নি।বরং ফের করোনা সংক্রমণ দেখা গেছে ১১০টি দেশে।হুয়ের ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রেয়াসিস সূত্রে খবর, 'অতিমারির রূপে বদল হচ্ছে, কিন্তু এখনও তা শেষ হয়নি। করোনা পরীক্ষা, জিনোম সিকোয়েন্সিংয়ের সংখ্যা কমায় আমাদের করোনা সংক্রমণ চিহ্নিতকরণের সমস্যা হচ্ছে। বর্তমানে ওমিক্রন ও অন্যান্য ভ্যারিয়েন্টগুলিকে চিহ্নিতকরণের কাজ আরও কঠিন হয়ে উঠছে।'
হুয়ের কথায়,বিশ্বের ১১০টি দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ  ওমিক্রনের বিএ.৪ ও বিএ.৫ উপপ্রজাতি।গোটা বিশ্বে সংক্রমণের হার বৃদ্ধি ২০ শতাংশ। মৃত্যুহার তুলনামূলকভাবে এখনও নিয়ন্ত্রণে থাকলেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন ৬টি অঞ্চলের মধ্যে ৩টিতেই বৃদ্ধি পাচ্ছে মৃত্যুহার।টিকাকরণে অনীহা এর জন্য দায়ী বলে জানিয়েছেন হু প্রধান। হু এও জানিয়েছে,করোনার বাড়কে নিয়ন্ত্রণ করতে আমরা চেষ্টা করছি।জিনোম সিকোয়েন্স বোঝার চেষ্টাও হচ্ছে, কিন্তু অন্যান্য নতুন ভেরিয়্যান্টগুলি নিয়ে বিশ্লেষণের ক্ষেত্রে এখনও ততটা সাফল্য লাভ করতে পারেননি গবেষকরা।
প্রসঙ্গত 'হু'-র ডিরেক্টর-জেনারেল সূত্রে খবর, প্রতিটি দেশের অন্তত পক্ষে ৭০ শতাংশ জনগণকে টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এ প্রসঙ্গে মাঙ্কিপক্সের অন্তত পক্ষে ৫০টি দেশ চোখে পড়েছে, কিন্তু একে এখনও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি
Related News