Flash News
Monday, September 22, 2025

পরিবেশবান্ধব ইন্দিরা গান্ধী বিমান বন্দর, শুরু হল সোলার প্যানেল বসানোর কাজ

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ভারতের মতো বিপুল জন ঘনত্বের দেশে নিত্য প্রয়োজনীয় বিদ্যুতের বেশীরভাগটাই আসে তাপ বিদ্যুৎ কেন্দ্র গুলি থেকে, সাধারণ দৈনিক ব্যাবহারের সাথে সাথে এই বিদ্যুৎ চাহিদা মেটায় বড় বড় কলকারখানা, বিমান বন্দর এবং রেল ষ্টেশন গুলিকে। যার ফলে প্রতিদিনই প্রায় কয়েক লক্ষ ভোল্ট বিদ্যুতের জোগান দিতে হয় বিদ্যুৎ প্রস্তুতকারক সংস্থাগুলিকে। মাঝে মধ্যে অবশ্য কয়লার ঘাটতির কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যার জেরে বিচ্ছিন্ন হয়ে পরে বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে দেখতে গেলে ক্রমাগত জ্বালানি ব্যাবহারের ফলে ভূগর্ভস্থ কয়লার ঘাটতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কয়লার পাশাপাশি জ্বালানি তেলেরও ঘাটতি দেখা দিয়েছে। আবার কয়লা বা জ্বালানি তেল প্রচুর পরিমাণে পরিবেশের ক্ষতি করে। তাই পরিবেশবিদেরা বারংবার সাবধান করেছেন অপ্রচলিত শক্তি কিংবা অফুরন্ত শক্তির ওপর জোর দিতে, যার ফলে পরিবেশের দূষণ কমার সাথে সাথে রক্ষা পাবে জীবাশ্ম জ্বালানির পরিমান।
পরিবেশের কথা মাথায় রেখে এক অভিনভ পদক্ষেপ নিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর কতৃপক্ষ। জানা গিয়েছে বিমান বন্দর কতৃপক্ষ ইতিমধ্যেই সোলার প্যানেল বসানোর কাজ শুরু করেছে। কতৃপক্ষের দাবি সৌরশক্তির ব্যাবহারে তারা নিত্য ব্যাবহারের ৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন। অন্যদিকে বাকি ৯৬ শতাংশ বিদ্যুতের যোগান দেবে হাইড্র ইলেকট্রিক প্ল্যান্টগুলি। যার ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে অনেকখানি। ইন্দিয়ার গান্দি আন্তর্জাতিক বিমান বন্দর কতৃপক্ষের দাবি দেশের মধ্যে তাদের বিমান বন্দর এই প্রথম এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলের কমবে পরিবেশ দূষণের পরিমাণ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবেশ প্রযুক্তি
Related News