চাঁদের মাটিতে জলের রহস্য সমাধান, মিলেছে জলের অন্যতম উপাদান হাইড্রক্সিল

banner

#Pravati Sangbad Digital Desk:

চাঁদ নিয়ে বরাবরই আবেগপ্রবণ বিজ্ঞানীমহল, চাঁদের মাটি নিয়ে বহু পরীক্ষানিরীক্ষাও চালিয়েছেন বিজ্ঞানীরা, সেই মাটিতে জন্ম নিয়েছিল গাছও, মিলেছে জলের অস্তিত্বও। চাঁদে জলের অস্তিত্ব যদিও আগেই প্রমাণ করেছিলেন মহাকাশ বিজ্ঞানীরা, কিন্তু সেই জল এলো কীভাবে তা নিয়ে আলোকপাত করলেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। চীনের তৈরি চন্দ্রযান চ্যাং-ই ৫ চাঁদে পাড়ি দিয়েছিলো ২০২০ সালে, তার পরেই তারা চাঁদের মাটিতে জলের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছিলেন।
প্রসঙ্গত ২০২১ সালে চাঁদের মাটি নিয়ে পৃথিবীতে এনেছিলেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা, তারপর চলে দীর্ঘ পরীক্ষানিরীক্ষা এবং বিভিন্ন স্তর দিয়ে যায় সেই মাটি, তার পরে বিজ্ঞানীরা জানান তাতে রয়েছে জলের অস্তিত্ব। তবে সেই মাটি ছিল পুরোপুরি শুকনো অবস্থায়, সেই মাটি নিয়েই চলে মহাকাশ বিজ্ঞানীদের দীর্ঘ পরীক্ষানিরীক্ষা। চিনা বিজ্ঞানীরা জানিয়েছেন, সেই মাটিতে রয়েছে হালকা কাচের আস্তরণ,  মূলত হাইড্রক্সিল যা জলের প্রধান উপাদান, আর তা দেখেই বিজ্ঞানীরা দাবি করছেন চাঁদের মাটিতে রয়েছে জলের অস্তিত্ব। বিজ্ঞানীদের মতে, সৌর ঝড়ের ফলেই চাঁদের মাটির সাথে এই মিশ্রণ তৈরি হয়েছে, সৌর ঝড়ের ফলে ছোট ছোট পাথর চাঁদের মাটিতে ছিটকে পরে যার ফলেই সৃষ্টি হয় হাইড্রক্সিলের মতো উপাদান, যা দেখতে অনেকটা কাঁচের মতন। যদিও চাঁদের মাটিতে হাইড্রক্সিলের পরিমাণ মিলেছে খুবই সামান্য পরিমাণ। চাঁদের মাটিতে জলের অস্তিত্ব নিয়ে আগেও বহু আলোচনা হয়েছে, তবে সেই জল আদৌ পানের যোগ্য কিনা তা এখনও জানা যায়নি। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags: