Flash News
Monday, September 22, 2025

নবান্ন লালবাজারের পর এবার কলকাতা পুরসভা, অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ আবার

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

 এবার কলকাতা পুরসভায় অত্যাধুনিক কন্ট্রোল রুম হতে চলেছে। বিশাল মাপের এলইডি স্ক্রিনে ভেসে উঠবে শহরের গলি থেকে রাজপথের ছবি। কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার সিসিটিভি ক্যামেরা যুক্ত থাকবে এই কন্ট্রোল রুমের নেটওয়ার্কে যার মাধ্যমে যে কোনও সমস্যার মোকাবিলা করতে পারবেন মেয়র এবং মেয়র পারিষদরা। এই কন্ট্রোল রুম পরিচালনার জন্য বয়স্ক কর্মীদের সাথে প্রযুক্তিগত সহায়তা কর্মী নিয়োগ করা হবে,  থাকবে সিভিক ভলান্টিয়ারও । এই কন্ট্রোল রুম তৈরি করতে প্রায় ২ কোটি টাকা খরচ হবে।
কলকাতা পুরসভা এলাকায় কোনও বিপর্যয় ঘটলে এই কন্ট্রোল রুম থেকে মোকাবিলা করা যাবে। আগে নাগরিকরা শুধুমাত্র হেল্পলাইন নম্বরে কল করে তাদের সমস্যার কথা জানাতে পারত। কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম নম্বর 033–226-1212 / 1313/1414। এই নম্বরে কল করলে কন্ট্রোল রুমের কর্মীরা অভিযোগ জানাবেন। একটি কম্পিউটারাইজড অত্যাধুনিক কন্ট্রোল রুমে বসে অনলাইনে বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রাখা যায়। এখানে চারটি এলইডি স্ক্রিন এবং একাধিক কম্পিউটার স্থাপন করা হবে।
এই অত্যাধুনিক কন্ট্রোল রুমের সাহায্যে মুহূর্তের মধ্যে উঠে আসবে ১)পুরো শহরের ট্রাফিক আপডেট ২) শহরে কোথায় জল আছে ৩) পৌরসভার কোন পাম্পিং স্টেশনগুলো কাজ করছে। কলকাতা পৌরসভা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ নম্বর 8335999111 চালু করেছে। শহরের বাসিন্দারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যার কথা জানাতে পারেন। এবার শহর জুড়ে বসানো কলকাতা পুলিশের ক্যামেরাগুলিকে এর সঙ্গে যুক্ত করা হবে। ফলে শহরের ছবি সহজেই তোলা যাবে। সেটি দেখেই ব্যবস্থা নেবে নগর কর্তৃপক্ষ।
কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে,১০টি এলইডি টিভি বা মনিটর লাগানো হবে। নিকাশি পাম্পিং স্টেশনে সেন্সর লাগানো হয়েছে। যার সঙ্গে সরাসরি কন্ট্রোল রুমের সার্ভারের সংযোগ থাকবে। বর্ষা হোক বা দুর্যোগের পাম্পিং স্টেশনের অবস্থা সম্পর্কে সদর দফতর সর্বদা ওয়াকিবহাল থাকবে। জলের পরিমাণ দেখা যাবে মনিটরে।কলকাতা পৌরনিগমের আধিকারিকদের কথায়, এই গোটা বিষয়টি বাস্তবায়িত হলে মানুষের ভোগান্তি কমবে। কারণ কোথায় কী হচ্ছে মুহূর্তের মধ্যেই তা জানা যাবে। সেই তথ্য দ্রুত পেলে সেখানে কর্মী-আধিকারিকদের পাঠিয়ে ব্যবস্থা নিতে পারা যাবে ৷

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জনস্বার্থ কলকাতা
Related News