অবিশ্বাস্যভাবে কলকাতায় উদ্ধার ৩২ কেজি ওজনের কচ্ছপ

banner

#Pravati Sangbad Digital Desk:

খোদ কোলকাতার সল্টলেক অঞ্চল থেকে উদ্ধার করা হল এক বিশাল আয়তনের কচ্ছপ। এমনি তেই কচ্ছপ বর্তমানে বিরল প্রজাতির জীব । তাই কচ্ছপ কে সংগ্রহ করে রাখাই বর্তমান নিয়ম, এখানেও সেটিই করা হয়েছে। জানা গেছে কচ্ছপটি সল্টলেকএর এক গলদা চিংড়ির ভেড়ি থেকে পাওয়া গেছে।  কচ্ছপটিকে উদ্ধার করার পর সেটি কে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বন দপ্তরের আধিকারিক রা সেটি কে উদ্ধার করে এবং জানায় এটির বয়স ২০-২৫ বছর হবে।
ভেড়ি পরিষ্কার করার সময় ওই বিশালাকারের কচ্ছপটি মৎস্যজীবীরা উদ্ধার করেন। তাদের কথা অনুযায়ী রবিবার সকালে তারা সল্টলেকের ওই ভেড়িতে পাটা পরিষ্কার করার সময় তাঁরা বুঝতে পারেন কিছু লেগে আছে, এবং সেটি কে কচ্ছপ বলে আনুমান করে। কচ্ছপটি উদ্ধারের সময় বোঝা যায় সেটি বিশাল আকারের ,পরে পরিমাপে দাড়ায় ৩২ কেজি। জেলেরা জানায় কচ্ছপ টি তোলার সময় সেটি অনেককে কামড়িয়েও দিয়েছিল।   তবে আপাতত সেটি বন দপ্তরের নিয়ন্ত্রণে আছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News