সবচেয়ে প্রাচীন কচ্ছপ এর ১৯০ তম জন্মদিন পালন করা হলো

banner

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

একথা আমরা সবাই জানি যে এই বিশ্বে সবচেয়ে অধিক দিন বাঁচে কচ্ছপ ।সাধারণত ১৫০ থেকে ২০০ বছর পর্যন্ত হয় কচ্ছপ এর আয়ু।কিভাবে এতদিন কচ্ছপ জীবিত থাকে? কচ্ছপ তার জীবনের সব কার্য ই খুব ই ধীর গতিতে করে।খাওয়ার খাওয়া থেকে শুরু করে,সাঁতার কাটা,চলা ফেরা করা সব ই খুব ধীর গতিতে করে।খুব গভীর নিদ্রা ও দেয়।ফলে এদের শরীরের অভ্যন্তরীণ কোষ গুলি দীর্ঘদিন ভালো থাকে,ক্ষতিগ্রস্ত হয়না।জিন ভ্যারিয়েন্ট ও ভালো থাকার কারণে এরা দীর্ঘদিন বাঁচে।তবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন কচ্ছপ টির নাম জানেন কি??

পৃথিবীর সবচেয়ে প্রাচীন কচ্ছপ এর নাম হল জোনাথন। ডাঙায় বসবাসকারী সবচেয়ে প্রাচীন জীব টি ও হলো এই জোনাথন।এটি হলো একটি পুরুষ কচ্ছপ যার বয়স হয়েছে ১৯০ বছর।গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম ও উঠেছে জোনাথন এর।
জোনাথন এর আগে সবচেয়ে প্রাচীন কচ্ছপ এর তকমা পেয়েছিল ' টুই মালিলা ' নামক একটি কচ্ছপ ।তার বয়স হয়েছিল ১৮৮ বছর। তবে জোনাথন এর বয়স বর্তমানে ১৯০ বছর।অনুমান করা হয়,জোনাথন এর জন্ম ১৮৩২ সালে সেসেলস এ।অর্থাৎ প্রথম কম্পিউটার আসার আগে জোনাথন জন্মগ্রহণ করে। 
এরপর ১৮৮২ সালে জোনাথন সেশেলস থেকে দক্ষিণ আটলান্টিক মহাসাগর থেকে দূরবর্তী সেন্ট হেলেনা তে একটি দ্বীপ এ এসে বসবাস শুরু করে।গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী কচ্ছপ টি যখন ১৮৮২ সালে সেন্ট হেলেনা তে চলে আসে তখন জোনাথন পূর্ণবয়স্ক ছিল।আর কচ্ছপ এর ক্ষেত্রে পূর্ণবয়স্ক কচ্ছপের বয়স হয় ৫০ বছর।

এরপর ১৯৩০ সালে সেন্ট হেলেনা এর গভর্নর স্পেন্সার লুইস জোনাথন এর নামকরণ করেন।এরপর জীবনের বেশির ভাগ সময় জোনাথন এই গভর্নর এর বাড়িতেই কাটিয়েছে।সেখানে তার সাথে থাকতো আরো তিন টি বিশালাকার কচ্ছপ।
জোনাথন মূলত উদ্ভিদ ভোজী।মূলত শাক,ফল পাতা, শসা,গাজর,কপি,বিভিন্ন ফল এগুলি ই খাবার হিসেবে গ্রহণ করে জোনাথন।
মানুষজন এর সাথে সময় কাটাতেও পছন্দ করে সে।বহু পর্যটকরা তার সাথে দেখা করতে যায়।
জোনাথন মূলত রোদ পোহাতে পছন্দ করে।তবে গরম কালে গাছের ছায়ায় থাকে।বয়সের সাথে সাথে শরীরের চামড়া কুচকে গিয়েছে,চোখের দৃষ্টিশক্তি ও ক্ষীণ।ঘ্রাণশক্তি ও নেই বললেই চলে।তবে এখনও শ্রবণশক্তি প্রবল রয়েছে।
কিছুদিন আগেই তার ১৯০ তম জন্মদিন ও পালন করা হয়।তার জন্য একটি শাকসবজি ও ফল দিয়ে কেক ও বানানো হয়।তার জীবন কাহিনীর একটি অ্যানিমেশন ভিডিও বানিয়ে চালানো হয়।।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News